আসছে আগামী ৩ মার্চ ২০১৩ রবিবার, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানকারী সকল সচেতন বাংলাদেশী নাগরিকদের অংশগ্রহন কামনা করছি "যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর, মালয়েশিয়া" ইভেন্টে। ফেসবুকের মাধ্যমে একটি ইভেন্ট তৈরী করা হয়েছে, যারা এই ইভেন্টে অংশগ্রহন করতে আগ্রহী তারা ফেসবুক ইভেন্টে যোগ দিন এবং ৩ মার্চ রবিবার বিকেলে KLCC পার্কে চলে আসুন.... আপনার বন্ধু/পরিচিতজনদের এই ইভেন্টে আমন্ত্রন জানাতে পারেন।
ফেসবুকে ইভেন্ট পেজঃ Click This Link
গণস্বাক্ষর কর্মসূচীতে আপনার করনীয়ঃ
---------------------------------------
১) নিচের লিঙ্ক থেকে গণস্বাক্ষরের ফর্ম'টি সংগ্রহ করুন: http://i.imgur.com/hY3pYM2.jpg
২) ফর্মটি প্রিন্ট করে আপনার পরিচিতদের নিকট হতে ৬টি দাবির জন্য স্বাক্ষর সংগ্রহ করুন।
৩) স্বাক্ষরকৃর্ত ফর্মটি ইভেন্টের দিন সাথে নিয়ে আসুন আমাদের নিকট জমা দিন।
৪) আমাদের নিকট জমাকৃত সকল ফর্মগুলো স্ক্যান করে তা শাহাবাগের গনস্বাক্ষর কার্জক্রমে পাঠানোর ব্যাবস্থা করা হবে।
*** যারা কুয়ালালামপুর থেকে দূরে আছেন বা ইভেন্ট এ জয়েন করতে পারবেন না তারা পূরণকৃত ফর্মটি স্ক্যান করে আমাদের ইমেইল করে পাঠাতে পারবেন.... ইমেইল এড্রেসে: nabilamin@me.com