ফেসবুক আর ব্লগে-ব্লগে নাটক টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। এমন কি আমি ও অবাক হয়েছিলাম যে এত সুন্দর সব আইডিয়া আর থীম নিয়ে বাংলাদেশে ও এমন নাটক নির্মাণ হতে পারে!
গত ক'দিন আগে ডাউনলোড করলাম "Love Actually" মুভি টা।
দারুন লাগল, সুন্দর একটা রোমান্টিক মুভি।
এবার আসল কথায় আসি, নাটক টি যারা দেখেছেন তাদের মুভি টা না দেখলে ও চলবে! কারন নাটক টির প্রতিটা থীম ই মুভি টা থেকে কপি করা!" আজ বিকেলে মাহবুব ভাই ফেসবুকের ডাউনলোড জোন গ্রুপ পেজে মুভির লিঙ্ক শেয়ার করছিলেন এবং লিঙ্কে বনর্না দিয়েছিলেন... আমিতো পুরা অব্বাক!!! এয়ারটেল স্পন্সার করলো বড় বাজেটের টেলিফ্লিম... আর এই অবস্থা
এই টেলিফিল্মে অভিনয় করেছেন- তিশা, আরেফিন শুভ, বিন্দু, শহীদুজ্জামান সেলিম, হিল্লোল, সজল, মীম, আলী যাকের, আলিফ, তানিয়া, অনি এবং রোজী সিদ্দীকির মতো জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রী। ‘ভালবাসি তাই’ টেলিফিল্মে মুল বিষয়'টি হলো কেমন করে ভালবাসা মানুষকে একে অন্যের কাছে আনে। ভালবাসা; তা হোক বাবা-মা ও সন্তানের মাঝে, স্বামী-স্ত্রী’র মাঝে, কিংবা ভাই বোনের মাঝে, সবাইকে একে অন্যের কাছে আনে।
একটু আগে ডাউনলোড করে 'Love Actually' মুভি'টা দেখলাম
‘ভালবাসি তাই’ টেলিফিল্মে যখন প্রথম দেখেছিলাম তখন খুব ভালো লেগেছিল কিন্তু যখন দেখলাম পুরোটাই কপি - পেষ্ট তখন মেজাজ চরমে এতদিন মনে করতাম ফ্লিম ইন্ডাষ্ট্রি খারাপ হলোও আমাদের নাটকের মান ভালো আর এই নাটক'টি দেখার পর তা আবারো সত্যি মনে হয়েছিল কিন্তু এখন....
আসলে নিমার্তাদের মাথায় আছে চুরির ধান্ধা...
ভালোবাসার ৫টি গল্প নিয়ে রিচার্ড কার্টিসের গল্প ছিল এটি কিন্তু
তার কোন উল্লেক্ষ নেই গল্প এবং পরিচালনায়: শিহাব শাহীন এটা কত সুন্দর ভাবে জুড়ে দিল.... আরেক জনের গল্প নিজ নামে চালিয়ে দেয়া
চাইলে ডাউনলোড করে দেখতে পারেন Love Actually মুভি'টি:
Love Actually (2003) BRRip