প্রথম পর্ব
ঢাকা - কলকাতা (ভ্রমন বিষয়ক) দরকারী তথ্য সহ
আপনাকে কলকাতার এসি বাস মারকুইজ স্ট্রিট নামিয়ে দিবে । ঐখানে সোহাগ, গ্রীন লাইন, সৌদিয়া সব বাসের কাউন্টার পাবেন । বাস থেকে নেমেই আপনি হোটেল খূজতে পারেন । যদি হোটেল খোজার আগেও খিদে লেগে যায় তবে আপনে সোজা মারকুইজ স্ট্রিট এ হাটা ধরবেন । মানুষজন কে জিগ্ষেস করবেন কস্তুরী রেস্টুরেন্ট ট কৈ ?
আমার দেখা কলকাতার সবচেয়ে ভালো বাংলা খাবার পাবেন এইখানে। দারুন সব মেনু । দামও কম । অবশ্যই একবেলা এইখানে খাবেন । অনুরোধ থাকলো । ওদের কচু চিংড়ি / পাবদা ঝোল / ডাল/ আলুর দম / চিকেন ভর্তার স্বাদ চরম । পরিবেশও খুব ভালো । দোতলায় বসবেন । ম্যাক্সিমাম বাংলাদেশী পাবেন এই হোটেলে ।
যাই হোক , খাওয়া দাওয়া হলে বের হয়ে , আশে পাশে প্রচুর ফোরেক্স পাবেন । যদি ডলার ভাংগাতে চান , দেরী না করে একটা ঢুকে পড়বেন । রেট দেখবেন এবং সার্টিফিকেট নিবেন । সীমে টাকা না থাকলে রিচার্জ করেনিন ।
এখন হোটেল খুজবার পালা । হাটলেই সামনে পাবেন , সারদার স্ট্রিট , মির্জা গালিব স্ট্রিট , হার্টফোর্ড লেন , কলিন লেন .... অনেক লেন । সবখানেই হোটেল আছে । পরিবেশ দেখুন , ভালো মন্দ বাচ বিচার করে একটাতে উঠে পড়ুন । আমার উপদেশ হলো , কস্তুরী রেস্টুরেন্টের আশেপাশে কোন হোটেল উঠবেন । যাতে খাবার জন্য কষ্ট করতে না হয়। এমন হোটেলে থাকবেন যাতে ৫-১০ মিনিট হেটে কস্তুরী রেস্টুরেন্ট পাওয়া যায় । আপনাদের খুব উপকার হবে । আর রাস্তা নিয়েও মাথা ঘামাতে হবে না ।
হোটেল পেয়ে গেলে রেস্ট নিন । অবশ্যই চা খাবেন । ওরা আমাদের মতো কনডেন্সড মিল্ক দিয়ে চা বানায় না । ওরা গরূর দুধের মাঝে চা পাতা দিয়ে দারুন একটা চা বানায় । চোখ বন্ধ করে খেতে পারেন । কস্তুরী রেস্টুরেন্ট এর ঠিক বিপরীত রোড ধরে হাটলে আমেরিকান সাবওয়ে পাবেন । ইচ্ছা হলে একটা সাব খেয়ে দেখেতে পারেন । ভালো লাগবে ।
একটু কষ্ট করে হাটলেই পাবেন , পার্ক স্ট্রিট । ওদের অফিস আর শপিং পাড়া । গুচি, আরমানি, রেমন্ড , টাইটান কি নেই ঐখানে । সব কিছুর শোরুম আছে । কেনাকাটা শুরু করতে পারেন ।
শাড়ী কিনতে চাইলে একটু কষ্ট করে ১৫০-২০০ রূপী খরচ করে গড়িয়া হাট যাবেন । পুরাই শাড়ীর জগত । বাংলা / হিন্দী/ ইংলিশ যা ইচ্ছা বলেন । ওরা সবই বুঝে ।
আজ এই পর্যন্ত । আগামীতে আবারও কিছু লিখব ভ্রমন বিষয়ক ।
মনে রাখবেন :
১। শপিং করতে গেলে আপনার দামের রেন্জ বলে দিন , ওরা ঐ রেন্জের বেস্ট প্রোডাক্ট আপানকে দিবে ।
২। কোন ভাবেই মাথা গরম করবেন না । দামে না পোষালে কিনবেন না । দেখবেন আপনার থেকে আপনার দোকানী বেশি কষ্ট পাচ্ছে ।
৩। দালাল ধরবেন না । হলুদ ট্যাক্সি অথবা অটো ব্যবহার করূন । নিরাপদ থাকবেন ।
ধন্যবাদ