যে দেশের ৬০% লোক পায়খানা করে রাস্তায় সে দেশের ভিসার আবেদন প্রক্রিয়ায় যে এতো জটিলতা তা জানতাম না । ভালো । আমাদের আরও অনেক কিছু শিখার আছে ।
জরুরি একটা কাজে নিউ দিল্লী যেতে হবে সামনের মাসে । তার জন্য ভিসার দরকার । যথারিতী ইন্ডিয়ান ভিসা ওয়েবসাইট থেকে ফর্ম ফিলাম করলাম । কিন্তু আ্যাপোয়েনমেন্ট ডেট পাচ্ছিলাম না । রেগুলার ১ ঘন্টা পর পর চেক করতাম । নাহ পেলাম না । এক বন্ধুকে জানালাম । সে বল্ল হাজার খানেক টাকা দিলে আমাকে ডেট পাইয়ে দিব । আমি দিলাম । ১ সপ্তাহ পর জানালো ২৮ এপ্রিল সকাল ১১ টায় আমার আ্যাপোয়েনমেন্ট ডেট পাওয়া গেছে । গুলশান শুটিং ক্লাবের পাশেই ইন্ডিয়ান হাই কমিশান।
সিলেট থেকে সারা রাত জার্নি করে ঢাকা গেলাম । সকাল ১০.৩০ উপস্থিত হলাম । কি যে বিশাল লাইন । জানলাম ১০.১৫ এর লাইন ও এখনও যায় নাই । চুপচাপ লাইনে দাডিয়ে থাকলাম । ১১ বাজলো, ১২ টা বাজলো, ১২.৫০ এ ডাক আসলো । বিশাল লাইন নিয়ে ভিতরে ঢুকলাম । একটা টোকেন ধরিয়ে দেয়া হলো । নীল রং । লেখা ৩৬০ । ভালো । আবার অপেক্ষা । এমন একটা রুমে রাখলো যে এসি কাজ করে না । ফ্যান ২ টা । মানুষ প্রায় ৪০০ জন । বুঝুন গরমে কি কষ্ট আমাদের দেয়া হলো । দুপুর ২ টায় আমার ডাক আসলো ।
কাউন্টারে যেয়ে দাডিয়ে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে আসলাম । পিপি নেয়ার জন্য ডেট পেলাম ৪ঠা মে বিকাল ৪.৩০ ।
যাই হোক অপেক্ষার পর , ৪ তারিখ আসলো । তখনও এক বিশাল লাইন । সময় হতেই সবাইকে ভিতরে ঢুকাল । আগের মতো অবস্থা । ছোট রুম মানুষের অভাব নেই । আবারও লাইন । ভাগ্যিস ভিসা দিলো ...
অনেকেই দেখলাম ভিসা পায় নাই । মন খারাপ ।
সবাই ভালো থাকবেন ।
ধন্যবাদ