উইন্ডোজ এক্সপি/ উইন্ডোজ সেভেন যে যা ব্যবহার করেন সমস্যা নেই । আপনাদের সবার জন্য ছোট্ট একটা টিপস। যা আপনাদের পিসি কে রাখবে ঝামেলা মুক্ত এবং ইন্টারনেট স্পিড ও বাড়বে । আমরা অনেকেই Control Panel এ যেয়ে উইন্ডোজ অটোমেটিক আপডেট অফ করে দেই । কিন্তু আপডেট কি আদৌ বন্ধ হইছে ? মাইক্রোসফট কিন্তু ঠিক ই আপডেট হচ্ছে । আপনারা জানেন না।
আবার অনেকেই উইন্ডোজ আপডেট অফ করার পর মাইক্রোসফট পাইরেটেড এর খপ্পরে পড়েন । ডেস্কটপ কালো হয়ে যায় এবং উইন্ডোজ স্টার্ট আপ এর সময় অনেক গুলা মেসেজ আসে ।
আজ এই ঝামেলা থেকে চির মুক্তি দিব । সাথে আপানাদের ইন্টারনেট স্পিডও বেড়ে যাবে ।
কি ভাবে করবেন :
১. আপনার পিসি এর Control Panel এ যান ।
২. এইবার Administrative Tools এ যান ।
৩. Administrative Tools থেকে Services এ ক্লিক করুন ।
৪. এখন Windows Update Properties খুজে বের করুন । এটা অটোমেটিক দেয়া আছে , এখন এটা Disabled করুন এবং Ok করে বের হয়ে আসুন ।
এখন দেখুন ইন্টারনেট এর স্পিড বাড়লো কিনা । না বাড়লে কমেন্ট করে জানান । বিফলে পোস্ট গায়েব হবে ।
বি: দ্র : গত দুই সপ্তাহ , গুনে গুনে দুই সপ্তাহ সামু ব্লগ আমাকে ব্লক করেছিল । থাবা বাবা এবং আসিফ ভাইকে নিয়া একটা লেখা দিছিলাম তাই । খুব দম বন্ধ করা পরিবেশ ছিল । আজ সামু আমাকে আবার সেইফ করলো । ধন্যবাদ সামহোয়ারইন ব্লগ । ভুল শুদ্ধ যাই করি আমাকে ব্যান করো না । আমি সত্যই তোমাকে অনেক ভালবাসি ।
ধন্যবাদ ...
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬