
এশার নামাযের পর আরও বক্তব্য দিবেন মাওলানা আহমদ শফী, হাটহাজারী, চট্টগ্রাম; ও মাওলানা মুফতি সাঈদ পালনপুরী, ভারত।
আগামী ৭ই ফেব্রুয়ারী, রবিবার পর্যন্ত চলতে থাকা এ সম্মেলনে পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন দেশি-বিদেশি আলেম-ওলামা। গত ত্রিশ বছরে যারা এই মাদরাসা থেকে মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতী ও হাফেয হয়েছেন, তাদেরকে এই সম্মেলনে বিশেষ সম্মাননা পাগড়ী প্রদান করা হবে।
অনুষ্ঠানের সকল বক্তব্য, সংবাদ ও সাক্ষাৎকার আইবি নিউজ অনলাইন ইন্টারনেটে বাংলাভাষী পাঠকদের জন্য আপডেট করছে। আশা করছি সকলেই তাতে উপকৃত হবেন। আল্লাহ আমাদের হিদায়াতের পথে চলার তাওফীক দিন।
অনুষ্ঠানের সূচি আগের দিন রাতে আইবি নিউজ আপডেট করবে। এ ছাড়া আরো কিছু টুকিটাকি তথ্য জানতে এই পোষ্টটিতে ক্লিক করুন।