মনের অজান্তে
- মোঃ মোসাদ্দেক হোসেন
মনের অজান্তে অচেতন ক্ষন নিয়ে যায় নতুন কোন পথে,
স্বপ্নগুলো উড়ে চলে আপন ভাবনা রাঙ্গা স্রোতে।
আমি বিস্ময় হই, আমি আল্পনা আঁকি,
কত ক্ষন ধরে দৃষ্টি রাখি।
বাস্তবতা যেন অবস্তাব হয়ে দাঁড়ায় পাশে,
ব্যাথা গুলো জোড় হয় আমার আপন হয়ে কাছে।
ম্লীনতা যেন এক-একটি অধ্যায় গড়ে জীবনের,
যেন কত কাল ধরে চেনা মোর স্বপ্নের।
অমৃত মাখা ছন্দ ভরায় আনন্দ; ঝাপসা হয় দৃষ্টি,
আষাঢ়ের মত চোখ বেয়ে পড়ে ক্ষণিকের বৃষ্টি।
আমি স্থির পলকে চেয়ে থাকি ম্লান হওয়া স্বপ্নে,
ভরে উঠে জল যেন হারানো অজানা রত্নে।
মূল্যহীন অমূল্য ছন্দ রচে চলি আজও আমি,
ম্লীনতা মুছে রুখে দাঁড়াই প্রার্থনা অন্তর্যামি।
২৭ আষাঢ় ১৪১৯ বঙ্গাব্দ, ১১ জুলাই ২০১২।
বুধবার