তোমার মুখের মতো বৃষ্টি এসেছিলো আজ
আচমকা
কিছু বুঝে ওঠার আগেই
একটা ডাকাত যেন সোনার মোহরের খোঁজে
দিনেদুপুরে তন্নতন্ন হাত বুলালো মাথা থেকে পায়-
এ দৃশ্য দেখেও না দেখার ভান করে
আশপাশের মানুষগুলো সাঁই সাঁই ডাবল ডেকারের মতো
তড়িঘড়ি পালালো যেন খুব তাড়া আছে
যেন আমি এক প্রলেতারিয়েত
তাদের শক্ত করে ধরে রাখা ছাতার নিচে
এখুন বসাবো ভাগ-
আমি জানি,
ঝড়বৃষ্টিতে কিছু কিছু মানুষের ছাতা
আলগোছে হরহামেশাই উড়ে যায়
এ কথা তাদের জানা নেই-
তাদের জানা নেই,
ঝুপ করে তোমার মুখের মতো বৃষ্টি নেমে এলে
নিরাপদ আশ্রয়ের প্রলোভনে ধূলোমাখা এই শুকনো শহর
পিলপিল করে কোন আস্তাবলে ঢুকে যায়
তার খবর আমি রাখি না; ডাকাতের হাতে
সর্বস্ব হারিয়ে জলের চিহ্ণ নিয়ে ঘরে ফিরে
জ্বরের ঘোরে কপালে তোমার হাতের সামান্য স্পর্শ পেতে
আমার খুব ভাল লাগে-
যখন তখন বৃষ্টি হলে নিজেকে পরিপূর্ণ প্রেমিক মনে হয়!
২৭/০৮/১৪
সিডনি, অস্ট্রেলিয়া।