ডাক
যে তুমি ঘাস হয়ে আছো
পাখিদের ঠোটে
দিচ্ছো পাড়ি
পরিত্যাক্ত হৃদয়-
জানি যাবে বহুদূর পর
পালকের নীড়ে হবে
শয্যার ওম
দূরে আরো দূরে
জলের শহরে
সেই ছায়া বুঝি মেঘ হয়ে ভাসে
এমন ঝড়ের দিনে আজ
তোমার ঘুমের চোখে
বিপন্ন যদি কেউ হতে চায়
এতোটুকু ঘাস
তুমি কি মাটির পথে ফিরবে আবার?
২৯/০৭/১০
সিডনি,অস্ট্রেলিয়া
জামাবন্দী
জলপাই জড়ানো তোমার হাতে যখন
গর্জে ওঠে রাইফেল আর
মূর্ছা যায় সারি সারি সিঁদুর...
তহন কি তুমি আর মোগো গাঁর রহিমুদ্দী থাহো?
তহন কি ঝাঁক ঝাঁক বেহেশতি কৈতর
দরাজ ভাইটালি টানে ধরফর করতি করতি
বানের পানির লাহান আসমান ছিঁড়া নাইমা আসে
তুমার তালুতি বাপ?
অথবা যখন তুমি
সাহেবের বেশে হাজার তলার চিমনিতে বসে
কলমের তুচ্ছ খোঁচায়
পাজরের অলিতে গলিতে চালিয়ে দাও বুলডোজার
তহন, দাতাল শুয়ারের গপ্পো কবার যাইয়া
মা-মরা নদীতো তুমার কতাই কয়
নাকি?
ভুল আমাগোরই বাজান
তুমারে যে চিনবার পারতিছিনে!
সর্ষ্যা ফুলের ঘ্রাণ গায়ে
ছলাৎ ছলাৎ গাঙ চোহে
আমাগোর রহুমুদ্দী কি
জজ বারেস্টার হইয়া
ঘাস ফড়িংয়ের গলা টিপপার পারে
কও?
জামা পরা মানুষ তুমি কিডা?
পোশাকের পোষ থিকা বাইর হও-
গোরস্তানের তন
পরানের আইল ধইরা
তুমারে আমরা
জুছনার ধানখ্যাতে নিয়া যাই...
৩১/০৭/১০
সিডনি, অস্ট্রেলিয়া।
পোষা কথা
পোষা কিছু কথা আছে
যাদের ডানা নেই,
যারা ঘরেই থাকে সারাদিন
আর হাততালি দেয়
যখন যেভাবে মন চায়...
পিছু ছাড়ে না কিছুতেই
যখন বাইরে যাই
কথারা কীভাবে যেন
কানের কাছে কারো
শেখানো বুলি আউড়ায়-
নামীদামি কথানাশক দিয়ে বহুবার চেষ্টা করে দেখেছি
কাজ হয়নি, নিরুদ্দেশে গেলেও
দুঁদে গোয়েন্দার মতো মুহূর্তেই
তারা হাজির হয়েছে অজ্ঞাতবাসে-
অতঃপর ঘরের তালাও বদলেছি ইচ্ছামতো
তবু তারা ঘরে ঢোকে, ধূলো ঝেড়ে
এটা ওটা নেড়েচেড়ে দেখে-অবলীলায়
তাহার মতোই তারা
ভালোবেসে হৃদয় ঠোরায়...
১/০৮/১০
সিডনি, অস্ট্রেলিয়া।
চক্রনাট্য
দেখো চোখ ছুঁয়ে ছুঁয়ে যায়
কতো চিত্রনাট্য, কুশীলব আর
মঞ্চস্থ সংলাপ-
তোমাকে রেখেই তুমি দেখো চলে যাও
হেসে, গেয়ে, নেচে- যেভাবে
নদীর জ্বলন্ত জল ভাঙ্গে পাড়...
তুমিও তেমন সর্বশ্রান্ত হও
পাউরুটির খয়েরি কোনার মতো
এঁটো থালাটির মাখন মাখানো চামচের নিচে
চাপা পড়ে থাকো-
কেউ কি তোমাকে দেখে?
দেখো সন্ধ্যা হয়েছে বলে
মাছিরা অন্ধ আজ (তোমার পাশেই ওড়ে তোমাকে ছোঁয় না), রক্তের দিক ভুলে চেনা বাদুড়ও গেছে নিরামিষ বনে আর
ফাঁদ ভেবে তোমাকে দেখেও দেখছে না
ঘরোয়া ইঁদুরের দল!
অথচ তুমি আছো
হাড়ির শেষ মুঠো চালের মতো হৃদয়ে তোমাকে চেপে সে আছে
আছে সেই নিঃশ্বাস যারা
ঘড়ির অবনত কাঁটার মতো ঘুরে ঘুরে
তোমার নিঃশ্বাস নেয়-
এই মুহূর্তটিও এখন তোমাকে ঘিরে আছে শুধু
তুমি আর আসছো না ফিরে
তোমার মুখোমুখি....
৫/০৮/১০
সিডনি, অস্ট্রেলিয়া।