3G মোবাইল এর পর গতকাল দেখলাম বাজারে আসলো 3G মডেম। সামনে আরো কি কি জিনিসের 3G ভার্সন আসতে পারে চিন্তা করছিলাম।
3G রাইস কুকার: এক মিনিটে ভাত রান্না। কষ্ট করে খালি সুইচটা অন করে এরপর ১ মিনিট পর অফ করলেই হবে। apps ডাউনলোড করে নিলে মোবাইলের স্ক্রীনেই দেখতে পাবেন ভেতরে কি ঘটছে।
3G স্লিপিং পিল: ঘুমাবেন এক ঘন্টা কিন্তু ফিলিংস পাবেন ১০ ঘন্টার। এতে প্রোডাক্টিভিটি বাড়বে।
3G exam: আলসে-রা ঘরে বসেই exam দিতে পারবেন, হলে যাওয়ার দরকার হবে না। হলের মাস্টার স্ক্রীনে আপনার মুভমেন্ট মনিটর করা হবে।
3G পেন: কলমের ডগা খাতায় ধরে রেখে কলমের পেছনের cable মুখে পুরে চুষতে থাকবেন।এবার কি লিখতে চান সেটা মনে মনে ভাববেন, লিখা অটো চলতে থাকবে।
ঘাবড়াবেন না, কিভাবে চুষলে ভালো ফল পাওয়া যাবে, সেটা মানুয়ালে বিস্তারিত দেয়া থাকবে।