Craig Valentine এর কিছু বক্তৃতা শুনছিলাম। উনি একজন motivational speaker. খুব মজা করে কথা বলতে পারেন লোকটা। উনি যেদিন চাকরি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন, সেদিন তার boss কে বললেন, 'আমি চাকরি থেকে নোটিশ দিতে চাচ্ছি, আমি বক্তৃতা দেয়া শিখবো আর বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহন করবো। আমি বক্তা হবো। এটা আমার বহুদিনের স্বপ্ন।' তার বস তখন বললেন, 'ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তোমার বেতন ১০% বাড়িয়ে দিচ্ছি।' Craig রাজি হলেন না। Boss আরেক দফা বেতন বাড়ালেন। Craig যতই না না করেন, বস ততই জোরাজুরি করেন। রীতিমতো চার দফা বেতন বাড়ালেন! Craig বসের কাছে একদিন সময় চাইলেন। বাড়িতে স্ত্রীকে পুরো ঘটনা বলে পরামর্শ চাইলেন। তার স্ত্রী তাকে কি বললেন? বললেন, 'তুমি কি গাধা নাকি! এত্ত ভালো salary offer করছে, আর তুমি এখনো চিন্তা করছো?'
না, একটু মজা করলাম। Craig এর স্ত্রী অনেকক্ষণ চিন্তা করে শান্তভাবে বললেন, 'Craig, তুমি অনেকদিন ধরে এই স্বপ্নটা লালন করছো। তুমি অবশ্যই চাকরিটা ছেড়ে দাও আর তোমার সিদ্ধান্তে strict থাকো। Your dream is not for sale. তোমার স্বপ্ন অন্যের ইচ্ছার কাছে বিক্রি করে দিও না।'
Craig পরের দিনই চাকরিটা ছেড়ে দিয়েছিলেন আর ঐ বছরই (১৯৯৯) public speaking এ world champion হয়েছিলেন।
এই গল্পটা বলার উদ্দেশ্য এটা না যে আপনারা স্ত্রীর কথা শুনলে ভালো ফল পাবেন :-) গল্পটা বলার উদ্দেশ্য হলো, স্বপ্নকে লালন করা আর সেটা বাস্তবায়নের জন্য নিজেকে তৈরী করার ব্যাপারে সবাইকে অনুপ্রানিত করা।
আমাদের অনেকের জীবনেই কম বেশী এ ধরনের ঘটনা ঘটে। আমরা 'একটু ভালো' থেকে যাওয়ার জন্য 'আরো ভালো' থাকার সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করি। আমরা হয়তো career এ মোটামুটিভাবে সফল হই, কিন্তু আমাদের অসীম সম্ভাবনাকে জেগে উঠতে দেই না। এজন্যই বলা হয় 'Good is the enemy of Great.' এজন্যই good এর সংখ্যা অনেক কিন্তু great এর সংখ্যা হাতে গোনা।
আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলেছেন, 'মানুষ তার স্বপ্নের সমান বড়।' এর থেকে বড় সত্যি আর হয় না। আমরা আসলে স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছি। আমরা নিজেরাই যদি স্বপ্ন দেখতে ভুলে যাই, তাহলে অন্যদেরই বা স্বপ্ন দেখাবো কি করে? কাজেই, স্বপ্ন দেখতে হবে আর সেটা বাস্তবায়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। কোনভাবেই নিজের স্বপ্নকে অন্যের কাছে বিক্রি হতে দেয়া যাবে না। কারণ 'Your dream is not for sale'.