বহুতল ভবনের আড়ালে একটু একটু করে
হারিয়ে যায় পূর্ণিমার চাঁদ।
আমাদের ব্যালকনিতে অন্ধকার নেমে আসে-
চন্দ্রালোকিত রাত্রি এখন তাদের দখলে।
ডিজে পার্টির রঙিন আলোয় মত্ত মানুষটি
শুনতে পায় না অভিমানী চাঁদের কান্নার শব্দ।
অশ্রু ফুরিয়ে গেলে, একদিন হারিয়ে যাবে
আলো ঝলমলে, মায়াবী, ম্যাজিকাল এই রাত।
জ্যোৎস্নার হ্যাংওভার, সিগারেটের ধোঁয়া, কিছু সুখ-স্মৃতি
আর শুক্লপক্ষের অপেক্ষা-
এভাবেই কাটে আমাদের অমাবস্যা।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮