একে একে পেরিয়েছে আটাশটি বসন্ত
সময়ের আচঁড়ে ফিকে হয়ে আসে অনূভুতি
ভালবাসা বা ভাললাগা- সব যেন অর্থহীন।
গর্ভাবস্থায় সীসার আঘাত অথবা তৃষ্ণা মেটাতে ঘাম-
যেন সাধারণ দিনলিপি অথবা শুধুই গল্প।
তবু একফালি চাঁদ ওঠে, আবার হারিয়ে যায় কংক্রিটের জঙ্গলে।
তবু সমস্ত গ্রাফ আজ উর্ধ্বমুখী
আমরা মধ্যবিত্ত অথবা ধর্ষিত।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:২৮