বিষণ্ণতায় ভরা সৌন্দর্য নিয়ে তাকিয়ে আছ
মুখে পরিহাসের হাসি নাকি কপট অভিমান- বুঝিনা
হয়তো ভাবছ- থামিয়ে দিয়েছ তুমি আমার গন্তব্যহীন হেঁটেচলা কে;
দিয়েছ কি? হয়তোবা একটু।
শেষ হয়ে গেছে আমার নির্ঘুম রজনীযাপন।
আজ তোমার ছবির সামনে দাঁড়িয়ে-
আধো ঘুম, আধো জাগরণে কেটে যায় রাত
অশ্রুহীন কান্নায় ডুকরে কেঁদে ওঠে প্রাণহীন হৃদয়,
তুমি নেই, তবু বেঁচে আছি আমি কাপুরুষের মত
জনাকীর্ণ সড়কেও খুঁজে পাইনা নিজের অবয়ব
বারবার ফিরে যাই অতীতের রাজপথে-
হয়তো প্রাণহীন প্রাণের খোঁজে, অথবা নিভৃতে কাঁদতে।
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৩