এরপর দায়িত্ব নেয় বড় ভাই। গত ৮ থেকে ০৯ বছর ধরে এ ভাইটিও নিখোঁজ।জীবন সংগ্রামে নিজের অদম্য স্পৃহা এবং বিভিন্ন জনের সাহায্য সহযোগীতা নিয়ে কলেজের গন্ডি পার হয়ে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ধুঁকে ধুঁকে কোনরকমে অনার্সের পাঠ শেষ করে বিঊটি এখন রাষ্ট্র বিজ্ঞান মাস্টার্সের ছাত্রী। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। দু'বছর আগে জন্ডিস টেস্ট করাতে গিয়ে ধরা পড়ে হেপাটাইটিস-বি। কিন্তু তখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। এখন আর সহ্য হচ্ছে না। এরপর আবার ধরা পড়ল গল ব্লাডার স্টোন। এখন সারা শরীর নিস্তেজ হয়ে আসে। বুকের ব্যথায় ছট পট করে সারাক্ষন।পড়া লেখায় আর কোন মনযোগ নেই। মাস্টার্স ইন কোর্সের পরীক্ষা গুলোও শুরু হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষা নিয়ে তার কোন টেনশান হয় না। জীবন প্রদীপ যেখানে নিভে যাচ্ছে সেখানে পড়া লেখার চিন্তা করে কী-ই হবে। তবে কি দু'চোখের পর ঢাবি'র মেধাবী ছাত্রী বিঊটি'র জীবন প্রদীপও নিভে যাবে?
আমাদের সবার চেষ্টায় বেঁচে যেতে পারে একটি প্রাণ, একটি ভবিষ্যত।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ মানসুরা ইয়াসমিন, সঞ্চয়ী হিসাব নং-- ৬১৩৬৯৯৬১, সোনালী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যাল্য শাখা। মোবাইল- ০১৯১১-৭২০৯৮৪।
সুত্র- নয়া দিগন্ত
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৩