CV বা curriculum vitae লাগবে আপনার। প্রথম বাঁধা আগে কখনও লেখা হয় নি।দ্বিতীয়ত (ব্যক্তিগত তথ্য,শিক্ষা,অভিজ্ঞতা) কোন অংশের পরে কোন অংশ লিখবো তাতে সন্দেহ আছে বা মনে নেই।কিংবা প্রতিভাগে কি কি তথ্য দেয়া যায় তা মনে নেই।
এসব সমস্যার সমাধানে আমরা Google Resume Builder ব্যবহার করতে পারি।
আপনার গুগল account এ লগইন করে Google Resume Builder এ প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপে Resume Builder আপনার গুগলের এ একসেস চাইবে।অনুমতি দিন।
এবার ক্রিয়েট রিজিউম এ ক্লিক করুনঃ
পরের ধাপে প্রথমেই আসবে কন্টাক্ট ইনফোঃ
প্রয়োজনীয় তথ্য দিয়ে পরের ধাপে যান।
পরের ধাপে আছে অবজেকটিভঃ
এরপরে আসবে work experience পূরণের ছকঃ
পরের ধাপে পাবেন Education সংক্রান্ত তথ্য পূরণের ছকঃ
এডুকেশনের পরে Skills অপশন আছে।
ক্রমান্বয়ে পাবেন ভাষা দক্ষতা, আগ্রহ, সংযুক্তি, রেফারেন্স সংক্রান্ত তথ্য পূরণের ছক।
সবশেষে save & choose template ক্লিক করুন।
template select করে বুঝে নিন আপনার CV ।
এই পদ্ধতি ছাড়াও সরাসরি Google Docs এ লগইন করে টেমপ্লেট সিলেক্ট করে CV তৈরি করতে পারবেন।
গুগল যদি কঠিন মনে হয় তবে bdjobs.com এ যেয়ে সাইটে দেয়া CV টেমপ্লেট পূরণ করে ডাউনলোড করে নিন।
এরপরেও কি বলবেন CV লেখা কঠিন!
https://resumebuilder.withgoogle.com/#null
https://www.google.com/docs/about/
http://www.bdjobs.com/
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:১৫