দ্বিতীয় পর্ব
যতটা কঠিন হবে ভেবেছিলাম ততোটা না হলেও যাত্রা পথটা খুব সহজও ছিলোনা। তগৌতি মাউন্টেন লজ ছেড়েছি ৭.০০ টার দিকে, এরপর প্রায় ৯ মাইল উপরের দিকে ওঠার পালা। তগৌতি পাসের বৈশিষ্ট্যই হলো একটু খাড়া কিন্তু বিরক্তিকরজনক ভাবে লম্বা পথ। এরপরে নামার সময় অবশ্য ইয়মিং এর সুবিশাল নীল আকাশ এবং নদীর তীরবর্তী পথ আমাদের পথচলাকে করেছে আরো বেগবান।
যেহেতু আগের দিন ৮ মাইল বেশী চালিয়েছি তাই হাতে সময় ছিল এবং পথ চলতেও বেশ লাগছিল তাই চালানোর ফাকে কিছুটা সময় ভিডিও করেছি যা আগামিতে দেয়ার ইচ্ছা থাকলো। আজকের দিনের জন্য বরাদ্দ মাত্র ৪০ মাইল, তাই আমি এবং আশরাফুজ্জামান উজ্জ্বল ভাই মিলে তাড়াতাড়ি প্যাডেল মেরে এগিয়ে গেছি। পাহাড়ী জনপদের প্রতিকুল আবহাওয়া সম্মন্ধে ভয় থাকা সত্ত্বেও তিনি আজকে খুব ভালোই চালিয়েছেন।
বাকি পথটুকু ভালই ছিল, যদিও দক্ষিন দিক থেকে বয়ে আসা দমকা বাতাসে একটু সমস্যাও হচ্ছিল।
এখন আছি KOA....
From Dubois, Jackson Wyogmin
ফেসবুক ও টুইটার পেজ: tash2maniac
ওয়েব: View this link
আরও ছবি: Click This Link
যে কোন পাঠক আমাদের ছবি যে কোন জায়াগায় প্রকাশ করতে পারবেন শুধু মাত্র যদি দয়া করে ওয়েব এর ঠিকানাটা জুরে দেন। যাত্রা বিবরন লিখার চেষ্টা করছি। আশা করি পোষ্ট করতে পারব।