সংকর চাল সংকর আলু
খেতেও মজার দেখতেও ভালো
পুষ্টি কিন্তু সবকিছুতে আগেকার মতো নেই,
সবকিছুতেই সংকরায়ন বেড়েছে ধেই ধেই।
সংকর মাছ সংকর গাছ
সংস্কৃতি ও সংকর নাচ
শিক্ষাক্ষেত্রে সংকরায়নে ছাত্রের মাথা ভারী,
বিনোদনের ঐ সংকর দেখে হাসবো না কেঁদে মরি।
সংকর দল সংকর ধারা
নীতি আদর্শ আজ খাঁচা ভরা
সংকর নেতা নানান রকম বুলি আওড়ায় মিষ্ট,
দেশপ্রেম আর নীতি আদর্শ চারদিকে হয় পিষ্ট।
সংকর শিশু সংকর ঘর
প্রীতির বাঁধন করে নড়চড়
বেড়ে উঠে এক ক্লীব ধারণার প্রজন্ম সংকর,
জানেনা তো এই ভ্রমনের পরে কোন কালো গহবর।
চারদিকে আজ সংকরায়ন বাড়ছে দেদার নিত্য,
সংকর কিছু দুষ্ট প্রাণিতে মিথ্যেকে করে সত্য।
নীতি আদর্শে সংকরায়ন মানা নাহি যায় কভু,
মানবতাও প্রভাবের চাপে সংকর হয় তবু।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৬