ধ্বসে গেছে কতশত বড়সর ইমারত
ধ্বসে গেছে কত সভ্যতাও,
হারিয়েছে অতিকায় কত জীব কত প্রাণ
হারিয়েছে আজ ডাইনোসরও।
চেঙ্গিস আলেকজান্ডার আজ শুধু ইতিহাস
ইউসুফ সনে প্রেম জুলেখার,
নীরুর বাঁশির সুর রূপকথা হয়ে আছে
গল্পেই নাম ক্লিউপেট্রার।
হারায়নি এক সেই সঞ্জীবনী সুধা
নিজ হাতে গড়া যেন বিধাতার,
এখনো আগের মত পরশ বুলিয়ে যায়
মায়ের কোমল হাত মমতার।
পুরো ভব চায় যবে কি দিয়েছ আমাকে
কি এনেছ আজ মোর জন্য,
মায়ের কাতর মুখ খুঁজে ফেরে সব-খন
সন্তান সুখ হয়ে হন্য।
প্রার্থণাঃ
বিধাতা ক্ষমা কর পুণ্যে ভরে দাও
জগতের সব পিতামাতাকে,
তাদের দুঃখের ভার মোদের কাঁধেতে দাও
গ্রহণ কর এই আরাধনাকে।