পত্রিকা খুললেই ইদানীং যে ব্যপারটা চোখে পরে, তা সোয়াইন ফ্লু। সোয়াইন, সোয়াইন, সোয়াইন সবখানেই সোয়াইন সাহেব!! এখন এমন অবস্থা হইছে, যত দোষ সব সোয়াইন ফ্লুয়ের দোষ!!


#১. পুলাপাইন প্রেম করে, কত কষ্ট কইরা লুকাইয়া-চুরাইয়া প্রেমিকারে নিয়া ঘুরতে বাইরায়। :!> কেউ দেইখা ফেললে শ্যাষ!! প্রেম লাটে!! এই অবস্থায় এগিয়ে আসে সোয়াইন ফ্লু!! ফ্লুয়ের প্রতিরোধ হিসেবে মাস্ক!! দুইজনে মাস্ক পইরা আরামে প্রেম কইরা বেড়াইতাছে। পুলা-মাইয়ার আত্মীয়রা দেখলেও কেউ চিন্তার্তাছে না!! আহা আহা আহা.. "প্রেমিকপুরুষ আরে রহিম মিঞা/ রূপবানে নাচে কোমড় দুলাইয়া!!"

#২. আম্রা নাকি বড়ই অসচেতন, নাকি নজরুলের ভাষায় "নিজেতে নিচেতন"?? তাই ছুডুবেলার বাল্যশিক্ষা ভুইলা যাইতাছি "পরের কারণে স্বার্থ দিয়া বলি.."। :-< এমতাবস্থায়, অপরকে সাহায্য করতে সোয়াইন ফ্লু উৎসাহিত কর্তাছে!! ক্যামনে?? দেখেন্না, আম্রা এখন কতই পরের জন্য চিন্তিত!! তাইতো হাটে, মাঠে, বাজারে, রাস্তায় অপরের সুস্থ্যতার জন্য আম্রা মাস্ক ফেরি কইরা বেচি!!

#৩. বাঙালীর আরেকখান সমস্যা আছে। "কইঞ্চান দেহি" কি??




#৪. আরেকখান সুবিধা হইছে ম্যাঙ্গো পাব্লিকগো লিগ্গা। কইতার্বেন্নি কেউ??


আছেন্নি কোন ভাই, ৭নং-এর যাত্রী?? কন, "ছুম্মা আমীন!!!"

#৫. পত্রিকাওয়ালারা আছে মহা আনন্দে!!


#৬. আমগো নিভৃতচারি, ঘর-গেরস্থালি সামলানি এম.বি.বি.এস ডাক্তারগোও এখন রমরমা অবস্থা!!



কাজেই, সোয়াইন ফ্লু আমগো লিগ্গা অভিশাপ না, আশীর্বাদ!!


এইটা পুরাই ফাইজলামি পুস্টু!! সবাই সচেতন হোন। সচেতনতাই সোয়াইন ফ্লু'র সবচেয়ে বড় প্রতিষেধক। ইদানীং লোকদেখানো কিছু ব্যাপারে বিরক্ত হইয়া এই পোস্ট।
সোয়াইন ফ্লু নিয়ে আরো বিস্তারিত জান্তে বিবর্তনবাদী ভাই'র পোস্টটা পর্তে পারেন।