আর ভাইয়া(আমার ভাইয়া) কে নিয়ে স্বপ্ন হল, ভাইয়া পাইলট হবে আর ওকে প্লেনে করে দেশ-বিদেশ ঘোরাবে।

কিছু দিন আগে আমাদের বাসায় বেড়াতে আসলে সাথে শাড়ী নিয়ে আসে। শাড়ী পরিয়ে ছবি তোলার সময় বলি তোমার হলুদে সাজলে তোমাকে কেমন দেখাবে সেটা আজকে দেখি।

আমাকে বলে, "তোমারে তো কত বললাম তুমিতো বিয়ে করনা, তুমি বলে এখন করবানা"!
মামীকে নাকি প্রায় ই বলে, আপুর পড়াটা যে কবে শেষ হবে আর করে একটা বিয়ে দিবা...

আমার খুব আদরের সেই পাকনা বোনটার কিছু ছবিই দেখাই আপনাদের

১।
২।
৩।
৪।
৫।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০৮