গোলপাতা, আমার ছাউনির প্রয়োজন ছিলো না
আমিও বারবার গৃহের চারকোণের অন্ধকারের কথাই ভেবেছি
আমার শার্টের আস্তিনে এখনো হত্যার খুন লেগে আছে...
শোনো গোলপাতা, আমি দাঁড়াতে পারবোনা
বর্ণান্ধ সেই প্রেমিকাটি আমার ফুলটি কালো ভেবে নিহত
আহত আমিও
কার ভালোবাসায় কে যে খুন হচ্ছে,
কার ক্ষত থেকে ঝুলন্ত প্রেম নিয়ে কে খুঁজেছে ছাউনি, জানোনি!
বোঝোনি যুদ্ধ কবেই শেষ হয়ে গেছে-ফুরিয়ে গিয়েছে ছাউনির বিশ্বাস
বরঙ বদলে হয়েছে ইটের ধারণা।
মেয়েটিকে তার জন্মান্ধ বদ্যি ভাইয়ের কাছে নিয়ে যেতে হবে-
পাতার নিম্নের মৃদু সবুজ অংশে দেখিয়েছো তুমি আশ্রয়ে
পাতার সম্পূর্ণ সবুজ অংশ যেভাবে গাছ মেলে রাখে হায় উপরে,
একি অবাক এক আলোক প্রার্থনায়!
গোলপাতা কি দরকার এই সামাজিক অভয়ারণ্যের,
সামনে মরুভূমি খুলে যাচ্ছে
দেখতে পাচ্ছি ক্যাকটাস তার ফুলের জন্য মৌমাছি খুঁজছে-
আমার কোন ছাউনির প্রয়োজন নেই।
(পুরানা কবিতা,কালনেত্রে প্রকাশিত)
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:০৬