নাওয়ার খান (রুশান) বয়স (তিন বছর)। এই ছোট্ট ছেলেটির এখন হেসে খেলে বেড়ানোর সময়।কিন্ত ভাগ্যর র্নিমম পরিহাস,আজ সে হাসপাতালের বেডে শুয়ে আছে।কারন রুশানের জম্নগতভাবে হার্টের একটি ভাল্ব নেই,তিন বছর সে ঔষধের সাহায্যে বেঁচে আছে।কিছুদিন পূর্বে হঠ্যাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে জরুরী ভিত্তিতে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে বাইপাস সার্জারী করার জন্য ভর্তি করা হয়েছিল।
রুশানের বয়স অনেক কম হওয়াতে তখন ডাক্তাররা সেই অপারেশন করতে ব্যার্থ হয়।রুশান এই মুহূর্তে বরিশালের আম্বিয়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছে।কারন তার বয়স যত বাড়ছে তার অসুস্থতা তত বাড়ছে।যার কারনে তাকে যে কোন সময় হাসপাতালে ভর্তি করাতে হয়।
বর্তমানে জরুরী ভিত্তিতে তার হার্টে নতুন ভাল্ব বসাতে হবে। ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের ডাক্তাররা এই জন্য থাকে ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন।
আমি খোজ নিয়ে জানলাম রুশান এর বাবা রুশান এর দায়িত্ব নেয় নাই এবং সেই ব্যাক্তি আসলে রুশান ও তার মায়ের সাথে কোন সম্পর্ক রাখে নাই(বেটা বদমাইশ) সে হিসাবে রুশান এখন একটি অসহায় শিষু , বর্তমানে রুশানের মা বরিশাল সদরে ডেলভিউ ডায়াগনস্টিক এ একটা ছোট চাকরি করেন। তার উপার্জন দিয়ে হয়তো রুশানকে তিনবেলা ভাত মুখে তুলে দিতে পারেন, কিন্তু এই অসহায় মায়ের ক্ষুদ্র এই উপার্জন রুশানের এই বিপজ্জনক অসুখের চিকিৎসার কাছে খুবই দুর্বল। রুশান বর্তমানে তার মা সহ নানা বাড়ি থাকে।
রুশানের নানীর মোবাইল নম্বর : ০১৭২৮-১৫১৮০৫
তো এত টাকা তো আমার বা আপনার পক্ষে দেওয়াও সম্ভব না। তাহলে কি ছেলেটি এত অল্প বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়বে??
একমাত্র উপায় সবার সম্মেলিত উদ্দেগ।
আমাদের এই সামুতে শুনেছি ১ লক্ষের ওপর ব্লগার রয়েছেন । আমারা যদি প্রত্যেকে ৫ টাকা করে ও দেই তাহলে অনেক টাকা হয়ে যায় ।
প্লিজ আসুন আমরা বাবুটিকে বাঁচাতে সবাই এক হই ।
সাহায্য পাঠাবার ঠিকানাঃ
ইসমত রায়হানা।
তারা এই সঞ্চয়ী হিসাব নং : ৩৮৩২
সোনালী ব্যাংক আব্দুর রব সেরিনিয়াবাত সড়ক (বি এম কলেজ রোড) শাখা,
বরিশাল।
ইসমত রায়হানা।
সঞ্চয়ী হিসাব নং : ৩৪০৮৬০৮৪
ন্যাশনাল ব্যাংক বরিশাল শাখা।
SHAMIM RAHMAN JONY.
Huda Apartment"
(2nd Floor)House# 59, Road# 04, Block - C, Banani , Dhaka
cell: 01673 25 80 59
রুশানের ব্যাপারে শিপু ভাই'র অফিসে আগামী ২৩ নভেম্বর, শুক্রবার সকাল ১০টায় মিটিং হবে। যারা শীতবস্ত্র কার্যক্রমে ও "রুশানের" জন্যও কাজ করতে আগ্রহি তারা সবাই আসবেন বলে আশাকরি!!!
ঠিকানাঃ
এপিক ডেভেলপমেন্টস লিঃ
৪০১/এ,(২য় তলা), খিলগাঁও চৌরাস্তা, ঢাকা-১২১৯
ফোনঃ ০১৬৭১ ৩২ ৯৫ ১১ (শিপু ভাই)
০১৭৫৫ ৩০ ৬০ ২১ (আমিনুর ভাই)
কৃতজ্ঞতায় আমিনুর রহমান ভাই, শিপু ভাই , শামিম রাহমান জনি ভাই , ঘুড্ডির পাইলট , রিমন০০৭ সঞ্জয় নিপু
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:০০