300 ঠিক যেখানে শেষ হয়েছিল, তারপর থেকেই 300 Rise of an empire এর কাহিনী শুরু। আগের পর্বে যেখানে পার্সিয়ান God King Xerxas এর সাথে বিপুল বিক্রমে যুদ্ধ করে Spartan বীর Leonidas মারা যায়, এই পর্বে দেখা যায় সেই God King Xerxas এর ভয়ংকর Navy Commander Artemisia কে এথেন্সের বীর Themistokles নেতৃত্বে গ্রীক বাহিনী কিভাবে নাস্তানাবুদ করে ছাড়ে। এই পর্বে অনেক গুরুত্বপূর্ন প্রশ্নের জবাব দেয়া হয়েছে, God King Xerxas কিভাবে God King হয়ে উঠে আর কেনইবা পার্সিয়ান এই রক্তলিপ্সু রাজা পুরো গ্রীসকে মাটির সাথে মিশিয়ে দেবার পণ করেছেন।
আগের পর্বের সাথে মিল রেখেই এই Sequel টাও বানানো হয়েছে অনেক যত্ন নিয়ে। পুরো মিউজিক ভিডিওর মত করে বানানো এই পর্বেও মারাত্নক সব ভায়োলেন্সে ভরা অ্যাকশনের ছড়াছড়ি। তবে এইবার আগের থেকে অনেক বেশী ভয়ংকর। আগেই বলে রাখি এই মুভিটা বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য রেটিং করা। পুরো মুভি জুড়েই যৌনতা আর রক্তারক্তির বহর দেখে যে কেউ ভড়কে যেতে পারেন। আগের পর্বের মত এইবারও স্লো মোশন, আলট্রা স্লো মোশন আর ক্যামেরা প্যান করে যেইসব হাত পা, মাথা কাটার যে ভয়ংকর অ্যাকশন সিকোয়েন্স তা ফিরে এসেছে তবে আরও সুন্দর হয়ে, আরও মারাত্নক হয়ে। এপিক মুভির অ্যাকশনকে এইরকম ব্যাপক হৃদয়গ্রাহী আর আকর্ষনীয় করার পুরো কৃতিত্ব Zack Snyder এর, যদিও এই পর্বে তিনি পরিচালনা থেকে সরে দাড়ালেও চিত্রনাট্য কিন্তু তিনিই লিখেছেন। আর তা তার পরিচালনার মতই অসাধারন হয়েছে। এইবার শুরু থেকেই দম বন্ধ করে দেয়া আর মারাত্নক সব অ্যাকশন দিয়ে ভরা, তবে বিশেষভাবে মজা পেয়েছি যখন পার্সিয়ান নৌবহরকে দুই পাহাড়ের মাঝে কৌশলে আটকে দিয়ে গ্রীকরা উপর থেকে অসাধারন যে লাফটা দেয় সেই সময়টায়। তাছাড়াও এথেন্সের বীর Themistokles একের পর এক Strategy বদল করে পার্সিয়ানদের যেইভাবে ”ছাইরা দে মা কাইন্দা বাঁচি” অবস্থা করে ছাড়ে তা এক কথায় বলতে গেলে মাইন্ড ব্লোয়িং।
মুভির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে, অনেকদিন পর বন্ড গার্ল Eva Green পুরা ফাটায়া দিছেন। God King Xerxas এর ভয়ংকর Navy Commander Artemisia রুপে অসাধারন অভিনয় করেছেন। Kingdom Of Heaven পর আবারও কোন এপিক মুভিতে অভিনয় করলেন। সৌন্দর্য, গেট আপ আর সেই ট্রেড মার্ক স্মোকি চোখের চাহনী দিয়ে একদম মাত করে দিয়েছেন। Navy Commander Artemisia কে আর কেউ Eva Green এর মত করে উপস্থাপন করতে পারত না। তবে একদম শেষের দিকে তার এইভাবে ভালবাসাময় মৃত্যু দেখে খুব কষ্ট পেয়েছি। কি এমন হত, যদি এথেন্সের বীর Themistokles এর সাথে তার প্রেমটা হয়ে যেত। তাহলে কি ইতিহাসটা বদলে যেত?
মুভিটা পরিচালনা করেছেন – Noam Murro
মুভির রানিং টাইম – ৯০ মিনিটের মত।