পাওয়ার ক্রাইসিস
১। পাওয়ার ক্রাইসিস কমানোর জন্য যথাশীঘ্র সম্ভব নতুন পাওয়ার প্লান্ট বসাব।
২। সোলার পাওয়ার প্লান্টের জন্য একটা ইন্ডাষ্ট্রি করব। সব সরকারী অফিসে সোলার পাওয়ার প্যানেল বসানোর ব্যাবস্হা করব।
৩। উপকুলে উইন্ড টারবাইন পাওয়ার প্লান্ট বসাব।
ঢাকার যানযট
১। ফ্লাইওভার প্রজেক্ট বন্ধ করব।
২। ঢাকার রাস্তায় দ্বিতল বাসের ব্যাবস্হা করব, যেন যে কেউ নিরাপদে বাসে চড়ে শহরের যেকোন প্রান্তে যেতে পারে।
৩। সম্ভব হলে কিছু পাতাল রেলের ব্যাবস্হা করব।
৪। ঢাকা থেকে ক্যান্টনমেন্ট, বিশ্ববিদ্যালয়, গার্মেন্টস, এমন আরো অনেক প্রতিষ্ঠান সরানোর ব্যাবস্হা করব।
৫। উত্তরবংগ সহ দেশের অন্যান্য অবহেলিত অন্চলসমুহের উন্নয়ন করব, যাতে লোকজন কাজের খোঁজে আর ঢাকামুখী না হয়ে নিজ নিজ জেলা্য ফিরে যায়।
তথ্যপ্রযুক্তি
১। ইন্টারনেটকে আরো গতিশীল এবং সহজলভ্য করব।
২। অনলাইন ব্যাংকিং যতদ্রুত সম্ভব চালু করব।
৩। সরকারী সেবা অনলাইন করব।
৪। আউটসোর্সিংকে জনপ্রিয় করব এবং বাংলাদেশের অবস্হান বিশ্বে এক্ষেত্রে একনম্বরের নিয়ে যাব।
শিক্ষা
১। ছাত্ররাজনীতি বন্ধ করব।
২। বেসরকারী কোম্পানীগুলো যেন শুধুমাত্র ক্রিকেট টিমকে স্পন্সর না করে শিক্ষা প্রতিষ্ঠানের গবেষনায়ও অর্থায়ন করে, সে আইন করব
৩। বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করব। উচ্চশিক্ষায় বৃত্তির ব্যাবস্হা করব।
৪। স্কুলশিক্ষকদের বেতন বৃদ্ধি করব
আইনশৃংখলা
১। পুলিশ নিয়োগে ঘুষ বানিয্য কঠোরভাবে দমন করব। পুলিশের বেতন দ্বিগুন করব। আর তাদের অপরাধের শাস্তিও কঠোর করব।
২। দেশে বেকার সমস্যার সমাধান করব, মাদকদ্রব্য নিয়ন্ত্রন করব,যেটা ছিনতাই ডাকাতি অনেকাংশে কমাবে।