মেঝো চাচীর কাছ থেকে একটা বই গিফট পেলাম আজ; বইয়ের নাম "The Crucible Of Christianity", ১৯৬৯ সালের ছাপানো অ্যান্টিক একটি বই।
এই "The Crucible Of Christianity" মানে কি সেটাই বুঝতেসিনা; বইটা পইড়া ক্যামনে কি বুঝুম কে জানে :/ খালি পাতা উলটাইতেসি আর ছবি দেখতেসি

আমি ইংরেজিতে ঠনঠন; একজন ভালো অনুবাদক আবশ্যক

আপাতত সুচিপত্রটা কেউ অনুবাদ করে দেন

"The Crucible of Christianity: Judaism, Hellenism and the Historical Background to the Christian Faith (1969) is a volume edited by Arnold J. Toynbee and Abraham Schalit."
1. The Mediterranean world's age of agony: the historical antecedents / Arnold J. Toynbee
2. A clash of ideologies: Palestine under the Seleucids and Romans / Abraham Schalit
3. A divided faith: Jewish religious parties and sects / Kurt Schubert
4. A taste for things Greek: Hellenism in Syria and Palestine / A.H.M. Jones
5. The empire of Rome: the Roman government and the Christian church / A. Nicholas Sherwin-White
6. 'The world's great age': Graeco-Roman society and culture, 31 BC-AD 235 / J.-G. Gagé
7. Away from sheer beauty: architecture and art in the Graeco-Roman world, 31 BC-AD 390 / Jocelyn M.C. Toynbee
8. Ordeals of the mind: Greek philosophy from the age of Cicero to Plotinus / A. Hilary Armstrong
9. The son of man: Jesus in the context of history / David Flusser
10. Paganism's death struggle: religions in competition with Christianity / M.J. Vermaseren
11. 'That the scripture might be fulfilled': Christianity as a Jewish sect / Jean Daniélou
12. The word goes forth: Christianity as a missionary religion / Jean Daniélou
13. The philosophy that faith inspired: Greek philosophy in Philo and the church fathers / Harry Austryn Wolfson
14. Rival theologies: Gnosticism, Marcion, Origen / Robert M. Grant
15. The persecutions: Christianity's encounter with the Roman imperial government / G.E.M. Ste. Croix."
feeling ইংরেজ হইয়া জন্মাইলাম না ক্যান :
_____________________________________
বোনাস একটি খুশীর খবর।
ডয়েচে ভ্যালে জার্মানির একটি বিখ্যাত নিউজ এজেন্সি; যাকে সংক্ষেপে DW বলা হয়।
এরা প্রায় ৩০টি ভাষাতে সংবাদ পরিবেশন করে থাকেন; যার মধ্যে বাংলা অন্যতম।
আজ তারা আমারব্লগ [AmarBlog.com]এ লেখা আমার একটি ব্লগপোস্টের বরাত দিয়ে আমার নাম উল্লেখ করেই একটি পোস্ট দিয়েছে।
ডয়েচে ভ্যালে জার্মানির সেই পোস্টটির লিঙ্কঃ http://dw.de/p/1D5N3
মাঝে মাঝে ছোট ছোট পাওয়াও অনেক খুশীর কারন হয়; সাগর ভাইকে ধন্যবাদ সেই খুশীর খবরটি আমাকে জানানোর জন্য। আমার লেখাটিতে আমার নিজস্ব মতামত নিয়ে যে একটি নিউজ হয়েছে সাগর ভাই সেটা আমাকে না জানালে হয়তো আমার কোনোদিন জানাই হতোনা।
অনেক অনেক ধন্যবাদ সাগর ভাই
