পণ্যদ্রব্য, পরিবহন, নিরাপত্তা, সামাজিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা প্রায় সকল ক্ষেত্রেই অসঙ্গতি নিয়ে বর্তমান সমাজ ব্যবস্থা। শত অব্যবস্থাপনার মধ্যেও লাগাম লাগামহীনভাবে ছুটছে বর্তমান সমাজ ব্যবস্থা।
দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা প্রথম-আলোর একটি রিপোর্ট দেখে অবাক হই ক্যাব এর তথ্য মতে ২০১১ সালের বস্তিবাড়ি ভাড়ার হার ছিল ১৭.৯৫। আমি যদি ক্যাব এর তথ্যানুযায়ী ঐ রিপোট থেকে কিছু বিষয় উল্লেখ করতে যাই, তার মধ্যে প্রথমে আসছে ভোগ্যপণ্যের বিষয়টি। কাঁচাতরকারীতে দাম বেড়েছে ১৭.৩৩ আর লবনে বেড়েছে ৩৪ শতাংশ। এরপর আসতেছে স্বাস্থ্যখাত। আমাদের দেশের সব কিছুই চলছে মনগড়া নিয়মে। দেশের এক শ্রেণীর মানুষ নিজেরা নিয়ম বানায়। ঢাকার বড় বড় বিল্ডিং এর মতো বাড়ছে ডায়াগনস্টিকগুলো। আর স্বাস্থ্যসেবার নামে এর পেছনে চলছে অনৈতিক অনেক কর্মকান্ড। আজকের একটি খবর পড়ে এ বিশ্বাসটি আরো একটু মজবুত হল। হাসপাতালের মা চিকিৎকার জন্য এসে নিয়ে গেলেন বাচ্চা মেয়ে রিয়া লাশ। এটা কি আমাদের সমাজ। পরিবহনে বাড়ছে প্রায় ৫০% দিগুণ ভাড়া। কিছু আগেও ব্রাহ্মণবাড়িয়া - ঢাকার ভাড়া ছিল ৯০ টাকা। এ টাকা এখন এসে পৌছেছে ১৫০ টাকায়। কিভাবে হবে, কিভাবে চলবে সমাজ। এভাবে যদি বাড়তে থাকে নিম্ন, নিম্নমধ্যবিত্ত শ্রেণীর মানুষ চোখে অন্ধকার দেখবে। ইতোমধ্যে আমরা খাবারের অভাবে মৃতুর খবরও পড়েছি। সেদিন কিন্তু শুরু হয়ে গেছে। প্রতিদিনই আমাদের নতুন নতুন খবরের জন্য প্রস্তুত হয়ে থাকতে হচ্ছে। আমাদের শাসনকর্তারা আমাদের কি দিচ্ছে। একটা স্বাধীন দেশে আমরা সমালোচনাও করতে পারছি না। আমাদের দেশটা ঠিকই আগের মতোই আছে, শুধু পাল্টাচ্ছে পুরোনো কিছু কাঠের মানুষ। টাকায় বানানো শান্তনা দিয়ে চেষ্টা করছে মানুষ হবার। দেশটা কিছু পুরোনো কাঠের মানুষের হাতে বন্দি। ১০ লক্ষ মানুষের হাতে বন্দি এ দেশ। আর বন্দি আমরা ১৫ কোটি ৯০ লক্ষ মানুষ।
--------------------------------
ক্যাবের তথ্যানুযায়ী ২০১১ সাল:
--------------------------------
জীবনযাত্রায় ব্যয় বেড়েছে ১২.৯৬শতাংশ -
বাড়িভাড়া বেড়েছে ১৫.৮৩শতাংশ -
নিত্যপণ্যের দাম বেড়েছে ১২.৭৭শতাংশ
--------------------------------------
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:১১