"ভালবাসি"
____এম, আর, তালুকদার
যাহার অপেক্ষায় প্রতিনিয়ত
হৃদয় অতি অস্থির থাকে
সে কথা কয়না ধরা দেয়না
চলে ফাঁকে ফাঁকে।
তবুও তাকে ভালবাসি,
মনে তাহার ছবি আকি।
অদৃশে তাহার সাথে আনন্দে মেতে
খুশির জোয়ারে ভাসি।
ভালবেসে দুটি বিন্দু
একই কেন্দ্রে ঘোরে
আমরা কেন ভালবেসেও
থাকতে হয় দূরে !
ভালবাসা মানেই কি
দুটি বিপরীত লিঙ্গের মিলন?
ভালবাসা মানেই কি
বংশগতির ধারা?
স্রষ্টা কেন সৃষ্টিকে ভালবাসে
লিঙ্গ বৈষম্য ছাড়া ?
তোমায় কতটা ভালবাসি জানেন মহাজন,
তুমিই আমার মনের মাঝে থাক সারাক্ষন।
#কাব্য#লেখার তারিখ ও সময়ঃ ২৪ শে এপ্রিল, ২০১৮ শনিবার, রাত ১:৩৭ মিনিট।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৮