কবিতা ❝প্রেমের দেবী❞
"প্রেমের দেবী"
________এম, আর, তালুকদার
হৃদ মাঝারে প্রেমের দেবীর আগমনে
মত্ত হই প্রেম পূজায়।
প্রথমে ভালোলাগা তারপর ভালোবাসা,
দেহ বিসর্জন দিয়ে হৃদে স্থায়ী হয়েছ দেবী।
দেবীর মন্দিরে পূজারীর ভীড়,
দেবী ভক্তের সংখ্যা অগণিত,
এক ভক্তের আরাধনা নিতে নিতে
তুমি কি রুষ্ট দেবী?
সফল প্রেম পূজারী তোমার দর্শন পেয়ে
কামাক্ষার যোনি পূজায় মত্ত।
ক্ষ্যাপার শিষ্যরা অভিযোগ তুলেছে
তুমি দেখা দাওনি তাদের।
মোর... বাকিটুকু পড়ুন
