আজ আমার পুলক লাগল মনে, হঠাৎ কি এক অসম্ভবের ভালোবাসায়। একটা পাখির পালকেও যদি রঙ লেগে যায় আমার অজান্তে, তাও সে যেমন সুন্দর হয়ে থাকে কিংবা আলো খেলে ওঠা রোদের সকাল যেমন খুঁজে নেয় বিশুদ্ধ মন; তেমনি আমিও নেচে উঠি মন জাগানো সুরে। তবে কিনা এইসব নানা আলো অন্ধকারে নিরন্তর ডুবিভাসি করতে করতে লোকের মত আমিও ভুলে গেছি আমারও ছিল প্রেম, ছিল স্ফূর্তির আশ্বাস। কল্পনায় ভেসে যাবার মত রোম্যান্টিক আমিও ছিলাম, তাই কল্পনায় কোন একদিন কথা বলেছিলাম মেঘবালিকা তিতলির সাথে, অখণ্ড মেঘের শারদতিথিতে...
প্রিয় তিতলি,
তোমাকে লিখে যায় সূর্যাস্ত, আমার ছুঁয়ে যাওয়া
আলো ছায়া গান, মিঠে কিছু আঁধার, অগুনতি তারার আকাশগঙ্গা!
ধরা যাক,দিগন্তে মেঘ নামলে, ওই আকাশের উঁচুতে
আমরা পাখি হয়ে উড়ে যেতে যেতে তাকাব পৃথিবীতে—মাটি, জল, বৃক্ষশাখার রূপে ভালোবাসা নেব…
একটা রঙ করা মেঘ এসে ছুঁয়ে যাবে তোমাকে।
আমি দেখব আর ভেবে নেব তুমি হলে ওই মেঘের কাজল।
সেই কাজলে ভালোবাসা মেখে যদি আমার চোখ, রোদ হয়ে হেসে ওঠে—
তুমিও কি আনন্দ পাবে?
তুমিও কি শোনাবে না কিছু উচ্ছ্বাসের হাসি,
তুমিও কি বলবে না বলা কথার ভাষায়—ভা-ল-বা-সি।
যদি বল ভালবাসি, তবে হৃদয় দেব তোমায়
যদি বল ভালবাসি তবে স্বপন দেব আশায়।
সমস্ত রাত এসো না তারা হয়ে শুধু কথা কই...
কথা কই নবীন প্রণয়ে, ভালবাসি শুধু তোমাকে..
তোমারই
নিহান
পুনশ্চঃ পৃথিবীর সমস্ত তেহরানি গোলাপ তোমার কাছে পরাজিত হোক
নত হয়ে নিজেদের, সমর্পণ করুক তোমার তনু দেহে....
লেখাটি সামুর প্রতি আমার ভালোবাসার জায়গা থেকেই, শুভেচ্ছা সকলকে। নতুন পুরনো যারা এখনো লিখছেন ভালোবাসা সকলকে...