এটা একটা সফলতার কাহিনী ।যেখানে অনেকের নির্লোভ উদ্যেগের জন্য রচিত হয়েছে , অনেক আনন্দের একটি ছবি , তাই অনেকের লিখা পিকনিকের ব্লগে অনেক ছবিই আসবে । সবার তোলা ছবিতে সফল কাহিনীটির অনেক গাঁথা রচিত হয়ে গেছে ইতিমধ্যে , কিন্তু অনেক ছোট খাট কাহিনী বাদ পড়ে গেছে । তাই সবার না আসা কিছু কাহিনী আমার তোলা কিছু ছবিতে তুলে আনছি ।
তোমার নামটি ভুলে গেছি ভাই , তবে অনেক নীরব থেকে , তুমি আমাদের সরবতাকে সমর্থন দিচ্ছিলে, তোমার ছবিটি প্রচার পায়নি , তোমার ছবি দিয়ে শুরু হোক আমার এই ছবি ব্লগ
মাহি , বাঁশি শুনিয়ে আর কাজ নাই , চোখে মেলে দেখো , পাশে কেউ নেই ,সবাই কিরকেট খেলতেছে আর নদীর পাড়ে নীল পরী ইন্টার ভিউ নিতেছেন
আশকারি ও জিশান শা ভাই । জেনারেশন অফ ব্লগার, এইখানে বয়স কোন মানা নয় , আমরা সবাই বন্ধু ।
ধুসরধ্রুব এবং নোমান নমি ,খুব ভদ্র দুটি ছেলে , কোন উৎপাতে এদের কোন অংশগ্রহণ চোখে পড়েনি ।
আশাকারির বাবা এবং উনার বন্ধু নি_ভ (আমরা সবাই কিন্তু অই দিন বন্ধুই ছিলাম , বয়স বন্ধুত্বের জন্য কোন ব্যাপার না )
আবার নমি , শুধু শিপু নয় , নমি ও খুব ভালো হাওয়াই মিঠাই ফেরী করতে পারে
আবার নি_ভ এবং পুশকিন , পুশকিন আমার কাছে নির্দ্ধিধায় স্বীকার করেছে , তার বিয়ের বয়স হয়নি
কিন্তু শিপু এমন কেনো ?? সে তো বিয়ে করেছে , তবে সে কার ছবি তুলছে , এতো মমতায় ()
ছবি কথা বলে যায় , আবার ও শিপু , তার চোখে কিছু একটা জিনিশ দেখা যায় ......... সেটার নাম কি লুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ ...।। >>>>???
শিপু , ভাই কিছু মনে করো না কিন্ত'
বুদ্ধিজীবিরা কেনো আমার এবং মির্জার মতোন 'নির্বিষ' হয় , ছবির 'মাথা' সেই কথাই বলে যায়।
জাহিদ ভাই , যিনি ভদ্রতার প্রকৃত উদাহরণ কিন্তু এখন উনার তাকিয়ে থাকার উৎস কিনবা সূত্র টা কোথায় ??
ওহ ওহ !! উনি আগের ছবিতে ভাবী কে আর রাজ কন্যাকে খুজছিলেন , আর আমার পাপী মন কিনা কি চিন্তা করে অস্থির !!!
খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন । নীলপরী অল রেডি দুই জনের ইন্টারভিউ নিয়ে নিয়েছেন , আর এখন ইন্টারভিউ দিচ্ছেন ফায়জুল , লাইনে কিন্ত এখোনও মেলা ব্লগার । এই 'অবিয়াত্তা' পোলাগুলিরে ,নীলপরী কিভাবে বোল্ড আউট করলেন, 'ঝাতি ' তা জানতে চায়
অনেক আগে রাশিয়ান একটা মুভি দেখেছিলাম , my love , my sorrow , গতানুগতিক ধরনের প্রেমের ছবি , আর আমার মাহিনের জন্য এটাই আমার ক্যাপশন। সে আমার গড়পড়তা জীবনের ভালোবাসা এবং প্রেমের স্থান। যে জীবনে একটিও মিথ্যা বলেনি , কাউকে একটিও আঘাত করেনি , সে আসলেই আমার অহঙ্ককার। মানুষ্কে সে অসম্ভব ভালোবাসে , দেখা হলেই হাত বাড়িয়ে দেয় , বুকে টেনে নেয়, সে এখনও কাউকে শত্রু ভাবেনি ,সবার সংগই সে পছন্দ করে ......
he is gift of the God
পিকনিক সফল , মানবতা এবং ভালোবাসা সফল । ব্লগের ডাটাবেস ক্রাশ হতে পারে , কিন্তু এই ভালোবাসা এবং এই আনন্দ ঘন দিন , কারো স্মৃতি থেকে ক্রাশ হবে না ।