অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি আলোচ্য সমস্যাটি ঠিক করে দিয়েছেন। তাই ঈদ মোবারক। আপাতত এই পোষ্টের আর কোন ভিত্তি নাই।
'অনেকদিন পর সামুতে ঢুকলাম। গত কয়েক মাস ধরে ক্রমাগত চলে আসা কারিগরী ত্রুটির বিড়ম্বনায় ব্লগে ঢুকার অদম্য ইচ্ছাটা কেমন যেন প্রায় নিস্প্রভ হয়ে গিয়েছিল আর সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছিল ব্যক্তিগত ব্যস্ততার নানা দিক।
গতকাল এক পরিচিত মানুষ ইনবক্সে নক দিয়ে বললেন, আপনি তো ভাই অনিয়মিত ব্লগার হয়ে গেছেন। কোন পোষ্ট নাই, কারো পোষ্টে কমেন্ট নাই, ব্লগে দেখি না, সারাদিন ফেসবুকেই থাকেন ইত্যাদি। তার কথায় সত্যতা খুঁজে পেয়ে কেমন যেন একটা খারাপ লাগায় আচ্ছন্ন হলাম। এত দ্রুত সময়ে অনিয়মিত ব্লগার হিসেবে চিহ্নিত হতে হবে ভাবি নি। দীর্দ্ঘ//////////////////////////////////////////
//sb]/sb]
//sb]
সাথে সাথে কেমন যেন একটা খারাপ লাগা অনুভব হলো, শেষ পর্যন্ত অনিয়মিত ব্লগার হয়ে গেলাম।
//////////////////////////
[
[
///
/sb]
এই কয়দিনে ব্লগে ঢুকতে ইচ্ছাই করেনি। একজন ব্লগার হিসেবে খুবই ভয়াবহ লক্ষন।''
/sb]
-------------------------------------------------------
যাপিত জীবনের কিছু মজার স্মৃতি আর অভিজ্ঞতা নিয়ে একটি পোষ্ট লিখতে গিয়ে হঠাৎ একটা গল্প লেখার ইচ্ছে হল। কোন নির্দিষ্ট বিষয়ে কিছু একটা লিখতে গিয়ে গিয়ে সম্পূর্ন অন্য আরেক বিষয়ের উপর লেখা শুরু করা এটা আমার বহু পুরানো একটি অভ্যাস। আজকেও তার ব্যতিক্রম হচ্ছিল না। উপরের প্যারাগ্রাফটি লেখার পর আমি যখন একটা গল্পের শুরুর কয়েক লাইন লিখলাম এবং লিখে সেভ করলাম, তখন দেখা গেল বিভিন্ন লাইনের মাঝে এই '/// /sb] ,[ ' জাতীয় কিছু জিনিস চলে আসছে। লাইন আর প্যারাগ্রাফ স্পেসিং ঠিক মত হচ্ছে না। গল্পের শুরুটা ছিল এমন....
আনিস প্রায় ২০ মিনিট হলো আয়নায় নিজের চেহারাকে খুটিয়ে দেখছে। দেখে মনে হতে পারে ও বুঝি নিজের চেহারার সৌন্দর্য খুব কাছ দেখার চেষ্টা করছে। কিন্তু তার চেহারায় সাধাসিধে ভাবটা এত প্রবল যে এর আগে
/sb] //!!!
যতবারই ও আয়নায় নিজেকে দেখেছে ততবারই এক ঘেয়েমির যন্ত্রনায় দুই মিনিটের বেশি তাকিয়ে থাকতে পারে নি।
তবে আজকে সারাদিনে সে যা করেছে এবং করতে যাচ্ছে তাতে তার দায়ভার বহন করার ক্ষমতা তার চেহারার আছে কিনা, সেটাই এই খুটিয়ে দেখার আসল কারন। নিজের চেহারার দিকে তাকাতেই আনিসের হাসি পেল। আচ্ছা চেহারায় কেমন বৈশিষ্ট্য থাকলে
মানুষ বলতে পারে লোকটা ভাজা মাছটিও উল্টে খেতে পারে না? বা নিষ্পাপ চেহারা নির্ধারনের তত্বটাই বা কি? নাহ! আশরাফ সাহেবের জ্ঞান ফিরলে তাকে সাথে সাথে জিজ্ঞেস করতে হবে, ভাই, আমার চেহারায় কি
]]]]]]] ////////////
আছে যা দেখে আমাকে আপনার খুব বোকা আর সরল বলে মনে হয়?
আশরাফ সাহেবের কথা মনে পড়তেই উনার স্ত্রী লায়লীর কথা মনে পড়ল। ভদ্রমহিলার অন্য কিছু থাকুক বা না থাকুক তার এক জোড়া তীক্ষ্ণ গভীর কথা বলা চোখ আছে। ]]
এই চোখ দিয়ে তিনি জগতের সবকিছুকে তার কেন্দ্র আকর্ষন করেন। কাছে গেলেই বোঝা যায় চোখ দুটোয় কি নির্লজ্জ অতৃপ্ততা বাসা বেঁধেছে। এই চোখের সাথে আনিসের অনেক যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে।
/
।//
//
/
মনে পড়তেই নিজের অজান্তে চোখ বন্ধ করে ফেলল আনিস। আর সাথে সাথে বুঝে ফেলল নিষ্পাপ চেহারা নির্ধারনের মুল মন্ত্র। পকেটে থাকা সানগ্লাস দিয়ে চোখ ঢেকে আবিষ্কার করল সম্পূর্ন নতুন এক মানুষকে যে কিনা আর কিছুক্ষনের মধ্যেই তিনজন নারীপুরুষকে নির্মম কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিবে। কঠিন পরিস্থিতি মোকাবেলা করে জয়ী হওয়াই বেঁচে থাকার মূলমন্ত্র। বাকিরা শুধুই আবর্জনা।
------------------------------------
আমি যতবারই যতবারই পোষ্টে লাইনগুলো ঠিক করে সেভ দিচ্ছি ততবারই এই জাতীয় সমস্যা সৃষ্টি হচ্ছে। সত্যি বলতে লেখালেখির ইচ্ছেটা অনেকটা বাসে করে দূরে কোথাও বেড়াতে যাবার মত। কারিগরী ত্রুটির কারনে বার বার বাস নষ্ট হলে সেই যাত্রার আর মজা থাকে না, বাসের যাত্রীও পাওয়া যায় না।
যাইহোক, এই যন্ত্রনার মধ্যে পড়ে মহা বিরক্ত হয়ে সিনেমা দেখতে বসলাম। অভিযোগ করব কিনা ঠিক বুঝতে পারছি না। ইতিমধ্যে এই ব্যাপারে অনেক অনেক কথা হয়েছে। ব্যাপারটা সবারই জন্যই বিব্রতকর! সবচেয়ে বড় কথা এটা খালি আমারই সমস্যা কিনা! যদি আমারই একার সমস্যা হয়ে থাকে, তাহলে অভিযোগ পত্রটি ধরে নিন প্রকাশিত হয় নি। আর যদি কম বেশি সবারই হয় তাহলে নিচের কৌতুকটির সাথে অভিযোগ পত্রটি গ্রহন করার অনুরোধ জানালাম। সবাই রাগ করে অভিযোগ করে, আমরা না হয় হাসতে হাসতেই অভিযোগ করলাম।
কৌতুকঃ
সম্মিলিত ব্লগার সমাজ যখন ব্লগের কারিগরী ত্রুটির যন্ত্রনায় বিক্ষুব্ধ, তখন উত্তাল ব্লগার সমুদ্রের মাঝে নোটিস বোর্ড এসে শোনালো সেই বিখ্যাত বানী, ভাইসব, আপনাদের যার যা কিছু লেখার আছে তা ঘরে বসে লিখে ফেলুন। ইনশাল্লাহ ঈদের পর আমাদের কঠোর ব্লগিং শুরু হবে। ব্লগ কারিগরী ত্রুটি মুক্ত হবে ঈদের পর! নইলে কঠোর আন্দোলন, ইয়ে মানে সেটাও ঈদের পরে!
মুর্হুমুহ করতালি! উচ্ছাস। হাসি!
এদিকে বাস্তবতাজ্ঞান শূন্য কে যেন যেন পেছন থেকে কুই কুই করে বলছে,
কোন ঈদ? কোন ঈদ!
সবাইকে ঈদের শুভেচ্ছা।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
(কারিগরী ত্রুটির কারনে লাইন যদি ঠিক না আসে বা কেউ যদি উল্টা কয়েক লাইন বেশি বুঝে তাহলে তার দায় আমার নয় )
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২০ রাত ১:০৫