বিজ্ঞপ্তিঃ ব্লগের নতুন সিন্ডিকেটের জন্য সদস্য আহবান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জরুরী ভিত্তিতে বাংলা ব্লগস্ফিয়ারের একটি চালু ব্লগের জন্য 'আর্জেন্টিনা সমর্থক ' নামের একটি সিন্ডিকেটের জন্য নতুন সদস্য তথা ব্লগারদের নাম অন্তর্ভুক্তি করার আহবান জানানো যাচ্ছে। ব্লগটির নাম সামহোয়্যারইন ব্লগ।
বিশ্বকাপ উপলক্ষে নতুন সদস্যদের আগ্রহের কথা ভেবে সম্পূর্ন বিনা মূল্যে এই সদস্য সংগ্রহের কাজ চলছে। এই পোষ্টে একটি মাত্র সম্মতি সূচক কমেন্টের মাধ্যমেই আপনি হয়ে যেতে পারেন এই বিখ্যাত এই সিন্ডিকেটের গুরুত্বপূর্ন অংশ।
এই গুরুত্বপূর্ন সিন্ডিকেটের সদস্য হলে যে সকল সুবিধা আপনি পাবেনঃ
১। আপনি পোষ্ট দেয়া মাত্রই আপনার পোষ্টে সিন্ডিকেটের বাকি সদস্যরা ঝাঁপিয়ে পড়ে কমেন্ট, লাইক দেয়া শুরু করবে।
২। পোষ্ট যতই অখাদ্য হোক না কেন, নির্বাচিত পাতায় তা নেয়ার জন্য বার বার মডুদের দৃষ্টি আকর্ষন করা হবে।
৩। অন্য কোন দলের ব্যক্তি, সমর্থক এবং সিন্ডিকেট আপনার উপর নোংরা আক্রমন করলে সম্মিলিত ভাবে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।
৪। গুরুত্বপূর্ন ভালো পোষ্ট সবাই মিলে শেয়ার করে হিট বাড়ানোর ব্যবস্থা গ্রহন করা হবে।
৫। বিভিন্ন ফাইভ স্টার হোটেলের বলরুমে, বড় মাঠে একত্রে খেলা দেখার সুযোগ পাবেন।
৬। প্রিয় দলের জার্সি কেনার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
৭। প্রতিটি জয় উৎসব পালন করার সময় থাকবে খানা পিনায় অংশগ্রহনের সুযোগ।
৮। অন্য কোন দলের একজন সমর্থককে যদি প্রমান সহ আর্জেন্টিনা সমর্থক বানানো যায় তাহলে থাকছে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসার বিশাস সুযোগ।
৯। অন্যান্য দলের সমর্থকদের কান্নায় যদি দেশে বন্যার সৃষ্টি হয় তাহলে পাবেন সবচেয়ে বিনামূল্যে একটি করে নৌকা।
১০। সবশেষে থাকছে বিশ্বকাপ জয়ের পর বিজয় মিছিলে অংশগ্রহনের সেরা সুযোগ। (ইনশাল্লাহ- এই ইভেন্ট আয়োজন করে পালন করা হবে )। তখন নতুন কেউ এসে যদি বলেন, আমরা আর্জেন্টিনার সমর্থক তাহলে তা গ্রহনযোগ্য হবে না।
যা কোন ভাবেই করা যাবে নাঃ
১) ফানের নাম করে অন্য দলের সমর্থকদের মনে আঘাত দেয়া যাবে না।
২) অন্য দলের নাম, খেলোয়ারদের ছবি নিয়ে কোন প্রকার অশ্লিল ছবি প্রকাশ করা যাবে না।
৩) প্রানবন্ত আলোচনার সময় যুক্তিশূন্য হলে গালাগালি দেয়া যাবে না। যদি কেউ কোন প্রকার গালাগালি করেন তাহলে আমরা ধরে নিব, সেই গালিগুলো তার লুকায়িত ডাকনাম।
এই সিন্ডিকেটের সাথে অনেক রথী মহারথি জড়িত। উদহারন স্বরুপ এই সিন্ডিকেটের সভাপতি হিসেবে আছেন, জনপ্রিয় ব্লগার হাসান মাহবুব। এবং আরো একজন জনৈক সুন্দরী সেলিব্রেটি। (অনুরোধে নামটি প্রকাশ করা হলো না।) বিশ্বকাপ জয়ের পর সবচেয়ে এক্টিভ সদস্য পাবেন- এই দুইজনের যে কোন একজনের সাথে লাঞ্চ করার সুবর্ন সুযোগ। তাহলে আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ুন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সত্যি এবং সেরাদের পক্ষে আপনার দ্যর্থহীন অবস্থান।
লাইকের বন্যায় ভেসে ভাবে অন্যায়।
জয় আর্জেন্টিনার জয়!!!!!!!!!
গ্রুপের লিংকঃ আর্জেন্টিনা সিন্ডিকেট
৯৪টি মন্তব্য ৯৫টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন
কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী
ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন