রাত ঠিক ১২.০০ টা। জানালার পাশের টেবিলে বসে মাথা চুলকানো আর টুকিটাকি কাজে ডুবে ছিলাম কিছুক্ষণ। হঠাৎ কানে বাজলো টিপটপ মৃদু আওয়াজ।
পর্দার ফাঁক গলিয়ে খোলা জানালা দিয়ে অন্ধকারে অনুভূতির গভীরে প্রবেশের চেষ্টা করতেই অনুভব করলাম রিমঝিম বৃষ্টির কলতান। কিছুটা দূরত্বে দুটি বিল্ডিং এর ফাঁক গলিয়ে রিমঝিম বৃষ্টির অপূর্ব ছন্দময় শব্দ।
ভিন্ন এক মাদকতাময় পরিবেশ। ঠান্ডা হাওয়ায় এলোমেলো চুলগুলো দোল খাওয়া আর বাহিরের ঘুটঘুটে অন্ধকারে চোখ জোড়াকে অভ্যস্ত করে নেয়ার জন্য কিছুক্ষনের জন্য রুমকে উজ্জ্বল করে তোলা বাতি দুটিকে অফ করে দিয়ে আধাঁরের গভীরে প্রবেশের চেষ্টা করলাম।
ফ্যানের আওয়াজে রিমঝিম শব্দ শুনা ব্যাঘাত ঘটায় কিছুক্ষণের জন্য বন্ধ করে দিলাম ফ্যানটি। জানালার সানসেটের কারণে বৃষ্টির ফোঁটাগুলো ভিরতে আসছিলো না তাই বাম হাতটি বাড়িয়ে দিলাম বাহিরে। ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো হাতে মুখে আর বাম হাতটিকে ভিজিয়ে দিলো এক পশলা বৃষ্টি।
এ গভীর রজনীতে বৃষ্টির ফোঁটাগুলো মাখিয়ে নেয়ার ভিন্ন কোন উপায় পেলাম না। দিনের বেলাতে হলে হয়তো ছাদে গিয়ে ভিজিয়ে নিয়ে আসতে পারতাম শরীরটাকে। যদিও তার পরিনতি খুব শুভ হতো না ,, পরিনতি দাঁড়াতো হাঁচি , কাঁশি আর ঠান্ডা।
গতরাতে এ মূহুর্তগুলো খুব সুন্দর কাটছিলো , প্রিয় মানুষের সাথে কথা হচ্ছিল। আজ এ মোহনীয় মায়াময় পরিবেশে ফিল করি প্রিয় মানুষকে।
নাহ !! আর ভাবতে পারছি না।
রাত ১২.৫২ । কী বোর্ডে দুকলম লিখতেই ৫২ মিনিট চলে গেল।
উৎসর্গঃ আমার লেখার অনুপ্রেরনাপ্রাপ্তদের একজন আরজুপনি আপু।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:০৮