অশ্বচালনা, তীরধনুক, লাঠিখেলার দেশে
হারাম কর্কট আইলরে, সবার মাথা খাইলরে,
সাধের মুসলিম কান্দেরে!
হাডুডু গোল্লাছুট ডাংগুলির দেশে,
কর্কট খেলা অাইলরে সবার মাথা খাইলরে,
সাধের বাঙালী কান্দেরে।
গরিব, কর্মঠ, কিষানের দেশে
আলসে বাবু কর্কট আইলরে, সবার মাথা খাইলরে,
সাধের বাংলাদেশী কান্দেরে।
প্রথম অংশের জন্য কৃতজ্ঞতা: আসিফ মহিউদ্দিনের পোস্টের হাদীস।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১২ রাত ১:৪৯