মোটরসাইকেলভ্যালী.কম বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ব বৃহত মোটরসাইকেল বিষয়ক ওয়েব সাইট। ২৫শে জানুয়ারী ২০১২ সালে চালু হওয়া ওয়েবসাইটটি মোটরসাইকেলের স্পেসিফিকেশন, দাম, সংবাদ, মোটরসাইকেল ব্যবহারকারীর মতামত, শোরুমের ঠিকানা ইত্যাদি প্রকাশ করে আসছে। মোটরসাইকেলভ্যালী.কম মুলত মোটরসাইকেলপ্রেমী, মোটরসাইকেল চালক এবং মোটরসাইকেল ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
মোটরসাইকেল পৃথিবীর সকলস্থানেই বাহন হিসেবে যথেষ্ট জনপ্রিয়। বিশেষকরে বাংলাদেশের মতো আর্থ-সামাজিক প্রেক্ষাপটে মোটরসাইকেল জনপ্রিয় হবার অনেক কারন রয়েছে। বাংলাদেশে এক সময় জাপান থেকে প্রস্তুতকৃত মোটরসাইকেল আমদানী হলেও সেগুলো ২স্ট্রোক ইনজিন হওয়াতে সেগুলো আমদানী হওয়া বন্ধ হয়ে পার্শ্ববর্তীদেশ ইনডিয়া থেকে ৪স্ট্রোক বিশিষ্ট মোটরসাইকেল আমদানী শুরু হয়। পাশাপাশি চায়না থেকেও মোটরসাইকেল আসা শুরু হয়। বিগত ১৫বছর ধরে ইন্টারনেট এবং ওয়েবসাইটের ব্যবহার বাংলাদেশে জনপ্রিয় হলেও মোটরসাইকেল সংক্রান্ত তথ্যের সাইটের ঘাটতি ছিলো শুরু থেকেই। ইনডিয়া এবং অন্যান্য দেশে মোটরসাইকেলে বিষয়ক তথ্যের জন্য অনেক ওয়েবসাইট থাকলেও বাংলাদেশে কোনো ওয়েবসাইট ছিলো না। এ চাহিদা পূরনেই ২০১২ সালের ২৫শে জানুয়ারী চালু করা হয় বাংলাদেশের মোটরসাইকেল বিষয়ক সর্ব প্রথম ওয়েব সাইট http://www.motorcyclevalley.com.
শুরুতে শুধুমাত্র মোটরসাইকেলের স্পেসিফিকেশন এবং দাম প্রকাশ করা হতো। পরবর্তিতে সময়ের প্রয়োজনে বিভিন্ন বিভাগ যুক্ত করা হয়। বর্তমানে ৩০টির অধিক মোটরসাইকেল ব্রান্ড। ৩০০টির অধিক বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেলের স্পেসিফিকেশন এবং দাম রয়েছে। রয়েছে দুটি মোটরাসাইকেলের মধ্যে তুলনা করার জন্য কমপেয়ার অপশন। সংবাদে প্রকাশ করা হয় মোটরসাইকেল বিষয়ক সর্বশেষ সংবাদ। রিভিউ অংশে প্রকাশ করা হয় মোটরসাইকেল ব্যবহারকারীর অভিজ্ঞতার আলোকে মোটরসাইকেল রিভিউ, মোটরাসাইকেলভ্যালীর অভিজ্ঞ টীম এর টেকনিক্যাল রিভিও এবং ফীচার রিভিউ ইত্যাদি। টিপস সেকশনে মোটরসাইকেল সংক্রান্ত বিভিন্ন টিপস প্রকাশ করা হয়। ইনসুরেন্স সেকশনে বাংলাদেশে জনপ্রিয় মোটরসাইকেল ইনসুরেন্স কোমপানীর পরিচিত এবং তাদের শাখার ঠিকানা রয়েছে। শোরুম সেকশনে রয়েছে বাংলাদেশের সকল ব্রান্ডের সকল জেলার শোরুমের ঠিকানা। ডিকশনারী অংশে রয়েছে মোটরসাইকেল বিষয়ক বিভিন্ন শব্দের অর্থ এবং পরিচিতি।ভিডিও সেকশনে রয়েছে মোটরাসাইকেল নিয়ে তৈরীকৃত বিভিন্ন ভিডিও।
মোটরসাইকেলভ্যালী.কম সব সময়েই সামাজিক গনমাধ্যমকে গুরুত্ব দিয়ে থাকে আর তাই ফেসবুক সহ সামাজিক গনমাধ্যমে সব সময়েই একটিভ রয়েছে। ফেসবুক পেজের ঠিকানা: https://www.facebook.com/MotorcycleValley/ ফেসবুক গ্রুপ এর ঠিকানা: Click This Link
মোটরসাইকেলের স্পেসিফিকেশন, দাম, সংবাদ, রিভিউ বা টিপস ইত্যাদি সেকশন প্রতিদিন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীকে প্রতিমুহুর্তেই মোটরসাইকেল বিষয়ে সর্বশেষ তথ্য জোগান দিয়ে যাচ্ছে মোটরসাইকেলভ্যালী.কম। এছাড়াও চালকদের মদ্যে ট্রাফিক সচেতনতা, হেলমেট ব্যবহার ইত্যাদি বিষয়ে মোটরসাইকেলভ্যালী.কম কাজ করে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫