বাড়ছি আমি, বাড়ছে ভুঁড়ি
শরীরে চর্বির হুড়োহুড়ি
তবুও খাবার ভালোবাসি
খাবার দেখলেই মুখে হাসি
সবাই বলে কম করে খা
আমি ভাবি...
হুদাই চিল্লায়- খামাখা
মানুষের ভিড়ে আর রাস্তায় জ্যামে
চর্বিরদলা আমি উঠি শুধু ঘেমে
পাশের যাত্রী যদি নড়েচড়ে বসে
ছোটখাট সিটে আমি...যায় আরো ঠেসে
সুন্দরী দেখলেই শ্বাস টেনে ধরি
এক বুক আশা মনে
যাতে না দেখা যায় ভুঁড়ি
ছেড়ে দিলেই চেপে ধরে বেল্টের বাঁধনে
ভুড়ি সেতো সোজা নয়...
এসেছে অনেক সাধনে
হাসিখুশি মানুষ আমি হয়তো একটু মোটা
তাই বলে কি সবাই দেবে সাইজ নিয়ে খোঁটা?
জেনে রাখবেন বেশিরভাগ মোটা মানুষ হয় যে ভাল
হতে পারে ধবল সে কিংবা কালো
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৪