বিনীত জিজ্ঞাসা, বাংলাদেশের মানুষরা প্রতিনিয়ত আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত ভুল তথ্য জানিতেছে তা কমিয়ে আনা কিংবা বন্ধ করার উপায় কি?
বাংলাদেশের মানুষদের কাছে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত ভুল তথ্য পৌঁছানোর জন্য কে বেশি দায়ী?
বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলো ঘূর্ণিঝড়, বন্যা, খরা, শৈতপ্রবাহ ইত্যাদি নিয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন আবহাওয়া-বিদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন তথ্য ও কারণ ছাপায় যে তথ্যগুলোর উল্লেখযোগ্য অংশ সঠিক না। কিংবা ব্যাখ্যাগুলো সম্পূর্ণ রূপে ভুল। নিচে একটা উদাহরণ দিলাম। সাম্প্রতিক সময়ে মূলধারার একটি সংবাদ মাধ্যমে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া-বিদের উদ্ধৃতি দিয়ে প্রকাশ যে
"সাধারণত ভূ-পৃষ্ঠের ১২ হাজার থেকে ১৮ হাজার ফুট ওপর দিয়ে জেট উইন্ড বয়ে যায়। ঘণ্টায় এটি ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে বয়ে যায়।"
অথচ কোন বায়ুকে "জেট উইন্ড" বা "জেট বায়ু" বলা যাবে যদি সেই বায়ু ঘণ্টায় সর্বনিম্ন ৬০ নটিক্যাল মাইল বা ১১১ কিলোমিটার গতিবেগে প্রবাহিত হয়। এখানে উল্লেখ্য যে গত ২ সপ্তাহে বাংলাদেশের উর্ধ আকাশ দিয়ে যে বায়ু প্রবাহিত হচ্ছে তার গতিবেগ দেখা গেছে ঘণ্টায় ১০০ নটিক্যাল মাইল বা ১৮৫ কিলোমিটার।
একই কথা প্রযোজ্য "সাধারণত ভূ-পৃষ্ঠের ১২ হাজার থেকে ১৮ হাজার ফুট ওপর দিয়ে জেট উইন্ড বয়ে যায়"
"জেট উইন্ড" বা "জেট বায়ু" দুই প্রকার। পোলার জেট বায়ু ও সাব-ট্রপিকাল জেট বায়ু। পোলার জেট বায়ু প্রবাহিত হয় উত্তর ইউরোপ ও রাশিয়ার সাইবারিয়ার উপর দিয়ে। বাংলাদেশ কিংবা উত্তর ভারতের উপর দিয়ে প্রবাহিত হয় সাব-ট্রপিকাল জেট বায়ু। সাব-ট্রপিকাল জেট বায়ু ২৫০০০ ফুটের নিচ দিয়ে প্রবাহিত হয় না। সাধারণ ৪০ হাজার ফুটের উপর দিয়ে সাব-ট্রপিকাল জেট বায়ু।
উপরে উল্লেখিত এই রকম শত-শত ভুল তথ্য প্রতিদিন প্রকাশিত হচ্ছে বাংলাদেশের মূল ধারার গনমাধ্যমে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন আবহাওয়া-বিদের উদ্ধৃতি দিয়ে।
বাংলাদেশের মানুষদের কাছে আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত ভুল তথ্য পৌঁছানোর জন্য কে বেশি দায়ী? বাংলাদেশের মানুষরা প্রতিনিয়ত আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত ভুল তথ্য জানিতেছে তা কমিয়ে আনা কিংবা বন্ধ করার উপায় কি?