***কি সর্বনাশ ,তার চুরির পোস্ট দেখি নির্বাচিত পোস্টের দ্বিতীয় পাতায় আছে |***



ব্লগে আছি মোটামুটি দেড় বছর | এই দেড় বছরে অনেকের সাথে ইন্টার একশন হইছে | কারো সাথে সম্পর্ক ভালো , কারো সাথে সম্পর্ক খারাপ | মাঝে মাঝে কিছু কিছু নিম্ন মানের পোস্ট প্রসব করছি | ঐসব পোস্ট আপনারা দোষ ত্রুটি একপাশে সরিয়ে উদারতার সাথে গ্রহণ করে আমাকে যেই ভালবাসা দেখাইছেন সেই জন্য আমি কৃতজ্ঞ | কিন্তু আমার মনে এক বিশাল দুঃখ রয়ে গিয়েছিল যে এই এত এত ব্লগারের মাঝে কেউ আমার ভক্ত নয় |


কিন্তু আজ ব্লগ খুলে আমার মনটা আনচান করে উঠলো ব্লগার মাহমুদ জীবন কে দেখে | উনি গত ১লা জুলাই আমার করা একটা পোস্ট - ইভ টিজিং , নারীর পোশাক আর আমাদের সংস্কৃতি......
এই পোস্টটি একদম দাড়ি কমা সহ পুনরায় প্রসব করেছেন গতকাল রাতে |
কিন্তু উনি আমার এত বড় ভক্ত যে পোস্টটিতে আমার নাম নিতে ভুলে গিয়েছেন | হয়ত ভেবেছেন গুরু শিষ্য এক প্রাণ এক মন , তাই গুরুর সব কিছুতে তার পূর্ণ অধিকার আছে | খুব ধুরন্ধরতার সাথে তিনি শুধু লিখেছেন
যে কেউ দেখলে মনে করবে তার লেখাটিই অন্য কথাও প্রকাশিত হইছিল | উনি আবার সামুতে প্রকাশ করতেছেন |

একই ব্লগে পুনরায় প্রকাশিত একটি লেখা লেখকের অনুমতি ব্যতিত প্রকাশ করা কতটুকু নৈতিক এই সিদ্ধান্ত নেবার ভার আমি মডারেটরদের উপর ছেড়ে দিলাম | আর ব্লগার মাহমুদ জীবন চোর কি না এই সিদ্ধান্ত নেবার ভার পাঠকদের |
লেখা চুরি করা খারাপ | কিন্তু কেন যেন আসিফ মহিউদ্দিনের এই নোংরা জীবানু চট জলদি মানুষকে আক্রান্ত করে ফেলে |...................


আমার লেখাটি -
Click This Link
মাহমুদ জীবনের লেখাটি -
Click This Link