কয়েক দিন হলো সামু তার নতুন চেহারা আমাদের নিকট উন্মোচন করেছে | অজানা অচেনা এই চেহারা অনেকটা নববধুর ন্যায় | প্রতি ক্ষণেই এর নব নব রূপ আবিষ্কার হচ্ছে | অনেক দিনের চেনা চেহারার অনুপস্থিতিতে অনেকের নিকট সামুকে মনে হচ্ছে অচেনা অজানা কেউ |
নিশ্চিন্ত থাকেন এইটা আপনাদের পুরান সামু | আদি ও অকৃত্তিম সামহয়ার ইন ব্লগ |
এই নতুন সামুর সবচেয়ে বড় বৈশিষ্ট কি ? নির্বাচিত পোস্ট নামে একটা নতুন ফিচার | আগেও এই ফিচার ছিল সংকলিত নামে | কেবলমাত্র সেফ ব্লগার নামক এক শ্রেনীর অভিজাত ব্লগাররা এই সুবিধা পেতেন | আর এই সুবিধাধারী ব্লগাররা যে সব সময় এর প্রতি সুবিচার করতেন তা নয় | আগের সামুর প্রতি অনেকের অভিযোগ ছিল পিটিসি সাইটের বিজ্ঞাপন,১৮+,অনাবশ্যক ধর্মীয় ক্যাচাল , রাজনৈতিক প্রপাগান্ডামূলক পোস্ট প্রভৃতি কারণে ভালো পোস্টগুলো প্রথম পাতায় থাকছেনা | আর যেহেতু পিটিসি সাইট, ১৮ + রা কারো সাথে ক্যাচালে লিপ্ত হতেন না , সেহেতু তাদের সেফ পজিশন অপরিবর্তিত থাকত আর তারাও অনবরত পোস্ট প্রসব করেই যেতেন | একই কাজ করতেন কপিপেস্ট , বা অন্য সাইটের বিজ্ঞাপনে ব্যবহৃত পোস্টগুলো | আর যারা ধর্মীয় বিদ্বেষ ছড়ায় বা রাজনৈতিক প্রপাগান্ডা চালায় , ধারণা করা হয় এরা একাধিক নিকের মালিক বা মাল্টিনিকধারী | সো, ক্যাচালের কারণে বা রিপোর্টের কারণে তাদের একটা নিক ধরাশায়ী হলেও তেমন কোনো সমস্যা হতো না |অন্য নিকে তারা তাদের জীবন-জীবিকা ভালোভাবেই চালিয়ে নিতে পারতেন |
এই সকল ব্লগারদের নিশ্চিন্ত স্বর্গে আঘাত হানলো সামুর নতুন রূপ | পোস্ট কিছুটা মানসম্পন্ন না হলে আর সারবস্তু না থাকলে নির্বাচিত পাতায় যাচ্ছে না | বিতর্ক থাকতে পারে যে সব মানসম্পন্ন পোস্ট নির্বাচিত পাতায় যাচ্ছে কি না | যদি কোনো মানসম্পন্ন পোস্ট নির্বাচকদের চোখ এড়াতে ব্যর্থ হয় , তবে কমেন্টে ব্লগাররা দাবি করতে পারেন নির্বাচিত পাতায় পোস্টটিকে স্থান করে দেবার জন্য | বা নতুন কোনো উপায় হতে পারে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণের | কিন্তু এই মুহুর্তে যে সকল পোস্ট নির্বাচিত পাতায় আছে তার সবগুলি মানসম্পন্ন পোস্ট | ( অনিচ্ছাসত্বেও বলতে হচ্ছে ওঙ্কার বা আরিফুর রহমানের একটা পোস্টও এতে আছে , ব্যক্তি ওঙ্কারকে নিয়ে আমার তীব্র আপত্তি আছে | সেও আমাকে তার ব্লগে ব্লক করে রাখছে | কিন্তু এইটা বললে অন্যায় হবে যে তার পোস্টটা মানহীন |

আর এই পোস্ট নির্বাচিত হওয়া নতুন ব্লগারদেরও উত্সাহিত করবে ভালো পোস্ট দিতে | হিট ও কমেন্ট পেতে কার না ভালো লাগে |

এটলিস্ট নতুন সামুতে পিটিসি, রগরগে ১৮+ বা ধর্মীয় ও রাজনৈতিক প্রপাগান্ডা মূলক পোস্ট কমছে এইটা অনস্বীকার্য | তাই যে সকল ভাইয়েরা ব্লগিং এর মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করতেন তাদের প্রতি অনুরোধ হয় মানসম্পন্ন পোস্ট দেন নয়তো অন্য জব খুঁজে নেন | সামুতে আর আপনাদের ভাত নাই |

পরিশেষে আসুন আমরা সবাই মিলে কোরাস তুলি -
নতুন সামু জিন্দাবাদ ,পেইড ব্লগারদের মাথায় হাত |




