গত সপ্তাহে কয়েকদিনের জন্য দাদার বাড়ি শ্রীমঙ্গল বেড়াতে যাই | বিয়ের পর বউ নিয়ে এই প্রথম দাদার বাড়ি যাওয়া | পাশে বউ আর হাতে ক্যামেরা থাকলে সব বাঙালি যে ফটোগ্রাফার হয়ে যায় তার প্রমান এই ছবি ব্লগ -
রেল লাইন বহে সমান্তরাল ..........
ট্রেনের সাথে পাল্লারত সি.এন.জি
কিছুক্ষণ পর রণেভঙ্গ দিয়ে অন্যদিকে গমন |
ওই রেলের ইঞ্জিন দেখা যায় |
ভৈরব সেতু |
ভৈরব সেতু |
পাশের সিটের মহিলা যাত্রীর সাথে লুলামি ( যাত্রী আপনাদের মামী |)

ট্রেনে মনে হয় টিকেট কিনলে কলা ফ্রি |
ছায়াঘেরা মাটির ঘর |
সিলেট এলাকায় এইরকম টিলা চোখে পড়বে হরহামেশাই |
শ্রীমঙ্গল রেল স্টেশন |
ডিজিটাল রিক্সা চালক | এই মানুষটির একমাত্র সন্তান মাস্টার্স পড়ছে কোনো একটি সরকারী কলেজে |

রামকৃষ্ণ মিশন - শ্রীমঙ্গল |
শ্রীমঙ্গল ঈদগাহ |
শ্রীমঙ্গল চৌমহুনা |
সিতেশ বাবুর চিড়িয়াখানা - সোনালী বাঘ |
সিতেশ বাবুর চিড়িয়াখানা - সাদা বাঘ |
শ্রীমঙ্গল বধ্যভূমি |
শ্রীমঙ্গল বধ্যভূমি |
লাউয়াছড়া জাতীয় উদ্যান - প্রবেশ মুখের বিলবোর্ড |
উদ্যানের প্রবেশপথ |
গাছের উপরে হনুমান | বৌএর ভাষায় আমার " ব্রাদার ফ্রম এনাদার মাদার "|
আমার আরেকজন " ব্রাদার ফ্রম এনাদার মাদার "|
উদ্যানের একমাত্র শান্তিভঙ্গকারী - মাঝ দিয়ে চলে যাওয়া রেল লাইন |
শ্রীমঙ্গল এলাকার পোস্ট আর চা বাগানের ছবি নেই তাই কি হয় | পরের পর্বে থাকবে চা বাগান আর চা প্রক্রিয়া জাতের উপর আরেকটা পোস্ট |
যারাই শ্রীমঙ্গল বেড়াতে যাবেন তাদের উদ্দেশ্যে অনুরোধ একটিবারের জন্য হলেও লাউয়াছড়া জাতীয় উদ্যান ঘুরে যাবেন | এর শান্ত গা ছমছমে ভাব আপনাকে একধরনের অপরিচিত অনুভুতির সাথে পরিচয় করিয়ে দেবে |
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১২ বিকাল ৩:১২