
এই প্রশ্নটা আমি লীগ সমর্থকদের কাছে করিনাই কারণ স্বাভাবিক ভাবেই উনারা বলবেন না আসবে না |
ব্লগে বি.এন.পি সমর্থকদের প্রকাশ্যে পদচারণা বেশ সীমিত | বিশেষত জামাত ইসু নিয়ে প্রতিনিয়ত একধরনের মনস্ত্বাত্তিক চাপ তাদের সহ্য করতে হয় | এছাড়াও আছে তারেক-কোকো দুর্নীতি | এর পরও বাংলাদেশের বড় একটা অংশের মানুষ বি.এন.পি কে সমর্থন করে | তাদের কাছে আমার প্রশ্ন বি.এন.পি কি এবার ক্ষমতায় আসবে বলে বিশ্বাস করেন ? করলে কেন ?২ টা কারণ বলবেন প্লিজ |
যারা মনে করেন আসবে না তারাও মাত্র ২ টা কারণ বলবেন | এর বেশি না |
কোনো ধরনের গালিগালাজ করবেন না প্লিজ | স্রেফ ব্লগার এবং বি.এন.পি সমর্থকদের চিন্তাধারা বোঝার জন্য এই পোস্ট | কোনো কিছু নিয়ে অহেতুক ত্যানা প্যাচানোর চেষ্টা পরিত্যাগ করবেন |
এর আগের একটা পোস্টে একই প্রশ্ন রাখা হয়েছিল - "ব্লগের সরকার সমর্থক বা নিরপেক্ষ ব্লগারদের কাছে একটা প্রশ্ন - কে কে বিশ্বাস করেন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসবে ?"
Click This Link
অদ্ভুত ব্যাপার হলো এই - ব্লগে বেশ কিছু একটিভ সরকার সমর্থক ব্লগার দেখা যায় | কিন্তু সেদিন এদের কেউ আলোচনায় আসেননি | এটা কি উনাদের মেধার সীমাবদ্ধতা নাকি নিয়মিত দায়িত্বের বাইরের কাজ বলে অনাগ্রহ বুঝলাম না |

