মানুষের জীবনে শুধু হাহাকার, খালি নেই নেই আর নেই। চিন্তা করে দেখুন আপনার প্রথম রোজগার আর তার পরবর্তী সময়ের রোজগারে অনেক তফাত, তবুও সেদিন যেমন আক্ষেপ ছিলো, আজো সেই আক্ষেপ। প্রথম চাকরীর বেতন ছিলো পাচ হাজার টাকা। আজ তার চেয়ে বেশী কিন্তু আক্ষেপ আর হাহাকার কমছে না কিছুতেই।
আমার বিশ্ববিদ্যালয় বন্ধুরা যারা দেশে আছেন আজ তারা অনেক ভালো বড় পজিশনে আছেন। কেউবা নির্বাহী প্রকৌশলী, কেউ জেনারেল ম্যানেজার আবার কেউ পুলিশের উচ্চ পদে। নিজের একটা এন.আই.ডি কার্ড করতে হবে, খোজ নিয়ে দেখছি কে কোথায় আছে। যেটুকু জানলাম, তাতে প্রতি মুহুর্তে মনে হচ্ছে আমি একজন অসফল মানুষ, চরম অসফল। এটা কি ডিপ্রেশন নাকি ইর্ষা বুঝতে পারছি না।
কোনো কারনে আপনি যদি চান আপনার মনকে চরম বিরক্তির একটা "শক" দিতে তাহলে ডিজিটাল বাংলাদেশের যে কোনও একটা ফর্ম আপনাকে দেখতে হবে। এত অপ্রয়োজনীয় তথ্য চায় যেটার কোনো দরকার নেই। যেমন বাবা, মা, স্বামী এর পেশা। সবচেয়ে বড় মিথ্যা হলো হলোফনামা যেখানে কমিশনার, বা ইউনিয়নের চেয়ারম্যান বা এমপি লিখবে আমি এই ব্যাক্তিকে .... বছর ধরে চিনি। এখানে মাস হলে হবেনা, বছর হতে হবে। আমাদের দেশে যদি যদি আজ পর্যন্ত দশ কোটি পাসপোর্ট করা হয় তাহলে এই মিথ্যা স্বাক্ষর হয়েছে মনে হয় সাড়ে নয় কোটি। আমার এলাকার প্রতিবেশী বা ইমাম বা শিক্ষক আমাকে চিনতে পারেন, কিন্তু একজন দামী ব্যাক্তি যেমন এলাকার কমিশনারেরে দায় পড়ছে এলাকার সব মানুষকে "ব্যাক্তিগত" ভাবে চিনতে, দখল আর চাদাবাজী করেই কুল পায় না।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৪৭