দয়া করে আমার মনের অহংকার দুর করে দিন।
না, এটা দুর করা আমার কাজ নয়, তোমাকেই সেটা ত্যাগ করতে হবে।
আমাকে কিছু ধৈয্য কি দেওয়া যায়?
নাহ, ধৈয্য সমস্যা থেকে তৈরী হয়, বিপদ আপদের বাইপ্রোডাক্ট, এটা দেওয়া যায়না, অর্জন করতে হয়।
তাহলে একটু সুখ?
নাহ, আমি তোমাকে অনেক আশীর্বাদ দিয়েছি, সুখ তোমার নিজের উপর নির্ভর করে।
তাহলে কিছু কষ্ট দিয়ে দেন..
নাহ, দুঃখ কষ্ট তোমাকে দুনিয়ার অন্যর উপর দায়িত্ব থেকে দুরে সরিয়ে আমার কাছে নিয়ে আসবে, তখন আমাকে নিয়ে পড়ে থাকবে।
আত্মাকে বিশুদ্ধ করে দেন, অন্ততপক্ষে!
নাহ, তোমাকে অবশ্যই কষ্ট করে এটা করতে হবে, এর প্রতিদান পাবে
আচ্ছা, তাহলে, কিছু জিনিষ দিয়ে দেন যাতে জীবনকে উপভোগ করতে পারি।
নাহ, আমি তোমাকে জীবন দিয়েছি, উপভোগের সুত্র তুমি খুজে নাও।
আমার জন্য না হোক, সকল মানুষের জন্য কিছু চাইতে পারি? আপনার সৃষ্টিতে কিছু বিকলাঙ্গ মানুষ আছেন, তাদের কি দোষ, তাদের পুর্নাঙ্গ করে দিন।
তাদের আত্মা পুর্নাঙ্গ, অবিনশ্বর। শরীর তো নশ্বর।
বুঝেছি, থাক সবকিছু, আপনি যেভাবে আমাদের ভালোবাসেন সেই ভালোবাসার ক্ষমতা কিছুটা দিয়ে দেন।
আহ, অবশেষে তুমি সঠিক জিনিষ চাইছ। ভালোবেসে যাও সবকিছু। দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, প্রকৃতি, এমনকি আমার সৃষ্টির সামান্যতম ক্ষুদ্র অংশকেও। সবকিছু পাবে সেখানেই।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:১৮