ফেসবুক নাই, তাই এখানে পোস্টাইতে হৈল, দয়া করে দাত শক্ত করে 'এটা ফেসবুক না' বৈলেন্না, খুব জরুরী সহায়তা প্রয়োজন।
মোদ্দা কথা...
আমার মায়ের নামে ঢাকায় একটা ফ্লাট আছে (রিং রোডের দিকে), ১৬০০ বর্গফুট
আজ অনেকদিন ফ্লাটে কেউ থাকেনা, ৬/৭ বছর, ভাড়া দিতে পারিনি কারন
১। অনেক ফারনিচার, ফুল ফারনিশড
২। ভয় করে (কাউকে ভাড়া দিলাম, পরে বললো আমি উঠবোনা, যা পারো করো)
৩। খুব কমে মানে হাফ ভাড়াও দিতে ভয় লাগে
অথচ বছরের পর বছর ইউটিলিটি আর বিভিন্ন বিল নিজের পকেট থেকে দিতে দিতে ক্লান্ত।
সাহায্য:
১। ঢাকায় কি কোনো রিলায়েবল রিয়েল এস্টেট এজেন্সি আছে, যারা সব দায়িত্ব নিতে পারবে? (ভাড়া দেবে, সব তদারকি করবে এবং লিগ্যাল সব দায়িত্ব নেবে)
২। ভাড়া দিলে ভাড়াটে উঠে না বা জবরদখল করে, এটা কি খুব সাধারন ঘটনা?
কি করা যায় একটা বুদ্ধি দ্যান, কইয়েন্না ঝেড়ে দিতে (বিক্রয়), এটা করব না। আমি হালায় ভিতুর দিম বিদ্যাশে থাহি ..
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৭