প্রথমেই বলে রাখি মুভিটীর রেটিং ৮.৪ ।ইতালিয়ান ভাষায় নির্মিত।১৯৮৮ সালে নির্মিত এই ছবিটি শ্রেষ্ঠ বিদেশী ছবির পুরস্কার জিতে নেয় ১৯৮৯ সালের অস্কারে।
নুয়োভো সিনেমা পারাদিসো (Nuovo Cinema Paradiso) বা শুধুই সিনেমা পারাদিসো- ছবিটার কাহিনী একজন বিখ্যাত পরিচালকের জীবনের ঘটনা নিয়ে। ছবিটি শুরু হয় এক বদ্ধ মহিলার ফোন দিয়ে। উনি ফোনে বারবার খুঁজতে থাকেন তার ছেলে সালভাতোর (Salvatore) কে। ৩০ বছর ধরে বাসায় না ফেরা তার ছেলেকে আলফ্রেডোর মৃত্যুসংবাদ দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন তিনি। গভীর রাতে বাসায় ফিরে সালভাতোর তার স্ত্রীর কাছে শুনতে পায় সংবাদটি, তারপর এক ফ্লাশব্যাকের সাথে সিনেমা আমাদের নিয়ে যায় ৩০ বছর আগের সিসিলির সেই ছোট্ট শহরটিতে।
এক বাচ্চা ছেলে টোটো।বাবা রাশিয়ায় যুধ্যে গিয়ে আর ফিরেনি,সে থাকে তার মা ও ছোট বোনের সাথে।সব আগ্রহ তাঁর সিনেমার উপর; সিনেমা হলে যে প্রজেক্টার চালায়, আলফ্রেডো, তার সাথে খাতির করে আর সারাক্ষণ ঐখানেই থাকে।আলফ্রেডোর কাছ থেকে মুভি প্রজেকশানের প্রসেসটাও শিখে নেয় টোটো।এরই মাঝে এক দুর্ঘটনায় সিনেমা হলটি পুড়ে যায়, ছোট্ট তোত্তো ওকে উদ্ধার করলেও চিরতরে অন্ধ হয়ে যায় আলফ্রেডো।এরপর আবার তৈরী হয় সিনেমা হলটি; তাতে প্রজেক্টার চালানোর কাজ দেয়া হ্য় টোটোকে।তারপর থেকে ডানা মেলতে থাকে সিনেমার কাহিনী।এলেনা নামক এক সমবয়েসী বালিকার প্রেমে পড়া,আর্মিতে যোগদান, অন্ধ আলফ্রেডোর দার্শনিক কথাবার্তা এ সবের সাথেই বদলাতে থাকে সিনেমার প্রেক্ষাপট।আর্মি ক্যাম্প থেকে টোটোর ফিরে আসার পর আলফ্রেডো বলে যে, এখান থেকে চলে যাও টোটো;যত সময়ের জন্য সম্ভব চলে যাও;তুমি বয়সে তরুন পৃথিবীটা তোমার জন্য;তুমি আরো বড় কিছু হবে;এই ছোট্র গন্ডির মধ্যে থাকলে কিছুই সম্ভব হবে না;life isn’t like in the movies.life is much harder. কালক্রমে এই ছোট্র টোটোই Salvatore Di Vita নামে এক খ্যাতিমান পরিচালকে পরিনত হয়।
খুবই সিম্পল একটি স্টোরি,কিন্তু কি নেই এর মধ্যে! হাশি-তামাশা,ট্রাজেডী,রোমান্টিকতা সকল কিছুই রয়েছে এই সিনেমার মধ্যে।পুরো সিনেমাটা দেখেছি মন্ত্রমুগ্ধের মত। সিনেমাটির কিছু কিছু মোমেন্ট মনে রাখার মত। ত্রিশ বছর পর যখন টোটো তার জন্ম স্থানে ফিরে আসে তখন তার মা বলে, আমি যখন তোমাকে ফোন করি, তখন এক একবার এক একজন নারীকন্ঠ ফোন ধরতো, আমি উদগ্রীব হয়া শুনতাম আর বুঝতে পারতাম যে, এরা কেউ তোমারে আসলে ভালোবাসে না, তুমিও আমার মতোই, সবসময়ের জন্য একা।
(ছোট্র টোটোর অভিনয় এককথায় অসাধারন)
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৭