‘Time, You Old Gypsy Man
Will you not stay,
Put up your caravan
Just for one day?’
- Ralph Hodgson
ব্রিটিশ কবি রাল্ফ হাডসনে এই কবিতা আমরা পড়েছি। পড়লেই কি আর সব মর্ম
উদ্ধার করা যায়। সময় যে কী জিনিস তা বুঝতে বুঝতেই সময় চলে যায়। কতো অল্প সময়ে ঘটতে পারে কতো বড় ঘটনা আর কতো সময় ধরেই ধীরে ধীরে ঘটে কতো বিস্ময়। সময়ের খেলা বুঝতে নিচের তথ্যগুলো দেখুন। দেখবেন মাথা যেন গুলিয়ে না-যায়-
কোন ঘটনার জন্যে কতটুকু সময় লাগে তার হিসাব-নিকাশটা এক নজর দেখে নেয়া যাক -
ঘটনা সময় [সেকেন্ডের হিসাবে]
১. পারমাণবিক বিস্ফোরণ .০০০ ০০০ ০০০ ০০০ ০০০ ০০১ সেকেন্ড [অটো সেকেন্ড]
২. বুলেটের গতি/বিস্ফোরণ .০০০ ০০১ সেকেন্ড [মাইক্রো সেকেন্ড]
৩. সাবানের বুদবুদের গতি/ মস্তিষ্কে স্নায়ুর অনুরনণ পাঠানো .০০১ সেকেন্ড [মিলি সেকেন্ড]
৪. মৌমাছির পাখার গতি .০৩ সেকেন্ড
৫. মানব হৃদস্পন্দের গতি ১ সেকেন্ড
৬. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছানোর সময় ৪৯২ সেকেন্ড [৮.২ মিনিট]
৭. জোয়ার-ভাটার গড় সময় ২১, ৬০০ সেকেন্ড [প্রায় ৬ ঘন্টা]
৮. পৃথিবীর নিজ কক্ষে আবর্তন ৮৬,১৬৪.১ সেকেন্ড [২৩ ঘন্টা, ৫৬ মিনিট, ৪.১ সেকেন্ড= ১ দিন]
৯. সূর্যের কক্ষপথে পৃথিবীর আবর্তন ৩১,৪৭২,৩২৯ সেকেন্ড [৩৬৫ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট ৫৩ সেকেন্ড = ১ বৎসর]
১০. পৃথিবীতে অবস্থানরত প্রাচীন তম জীবিত বস্তু ১,৪৫,০০০,০০০,০০০
এই প্রাচীনতম জীবিত বস্তুটি হলো একটি পাইন গাছ। ব্রিস্টলকোণ প্রজাতির এই পাইন গাছটির নাম মেথ্যুসেলা। ক্যালিফোর্ণিয়ার শ্বে পর্বত অঞ্চলে এই গাছটি প্রায় ৪,৬০০ বছর ধরে জীবিত
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪