কবি ফেরদৌস নাহারের বয়স ২১ বছর, অন্তত ও তাই বলে, তাই আমি ওকে বলি ছোটবোন। কানাডা থেকে বাংলাদেশ এসেছিলো চুপেচাপে। ব্লগারদের উপর আক্রমনের ধারাবাহিকতায় চিন্তিত, বেদনাহত। একান্ত আড্ডায় জানলাম কলকাতায় ওর গদ্য গ্রন্থ বের হচ্ছে কফিশপ নামে, প্রকাশক বাহান্ন প্রকাশ। কৌরব খ্যাত সুদেষ্ণা মজুমদার তার বাহান্ন প্রকাশকের সুচনা করছেন চারজন লেিখকার বই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা হলে।
ফেরদৌস নাহারের কল্যাণে সুদেষ্ণার সঙ্গেও আলাপ হলো। জানতে পারলাম,
মেইন কোর্সের সাথে লোভনীয় ককটেলের মতো এই লেখক তালিকায় আছেন শামীম আজাদ। একসময় এই নারীর প্রেমেও পড়েছিলাম আমি!
সব মিলিয়ে ২০ জুন কলকাতার দ্বারভাঙা হলে হাজিরা দেয়া দায়িত্ব হয়ে গেলো।
দুই বাঙলার চার লেখিকার চারটি বই দিয়ে ২০ জুন বাহান্ন প্রকাশনায যাত্রা শুরু করলো। ঘরোয়া আয়োজন, কিন্তু ভাবনাটা বৈশ্বিক, বাংলাকে বিশ্বে ছড়িয়ে দেয়া। শামীম আপা এলেন ব্রিটেন থেকে, নাহার বু কানাডা ভায়া বাংলাদেশ, বাবলী হক আমার মতোই ঢাকা থেকে মৈত্রী রায় মল্লিক ভারত বািসন্দা। এই চার লেখিকার চার বই প্রকাশ মোটামুটি বৈশ্বিক ঘটনাই বলা যায়।
ফেরদৌস নাহারের কফি শপ নিয়ে কিছু বলবো না, বললে মনে হবে বাড়িয়ে বলছি, কারণ আমি ওর কবিতা ও গদ্য দুটোই গোগ্রাসে খাই। দুনিয়া চষে বেড়ানো এই নারীর ট্রাভেলগ বাংলাভাষায় নতুন সংযোজন হবে বিশ্বাস করি।
শামীম আজাদও দুহাত চালান সমান তালে গদ্যে-পদ্যে। তার প্রিয়ংবদা প্রিয় বইয়ের তালিকায় ঠাঁই পাওয়া উচিত। আমি অবশ্য কনফিউজড হয়ে যাই, উনি দেখতে বেশি সুন্দর, কথা বেশি ভাল বলেন, কবিতায় স্বচ্ছন্দ অধিক নাকি গল্পটাই ভাল লেখেন!
বাবলী হকের বইয়ের নাম আম্বিয়াদি ও তার বিড়ালেরা। তার লেখা পড়িনি, তবে বইয়ের নামকরন, অন্যদের আলোচনা থেকে বুঝলাম শীঘ্রই না পড়লে ঠকতে হবে। মৈত্রী রায়ের উসামাসিনটার দেশে নামটিও সুন্দর, মনে হলো, শিশু কিশোরদের জন্য ভাল কিছু সন্দেশ আছে।
চারদিনের জন্য মাত্র যাওয়া। তেপান্ন ঝামেলা ছিলো, এরমধ্যে জিভের পােপ ফুটপাথের আলুচানা, পানিপুরি, ভেলপুরি খেয়ে পেটে গন্ডগোল, তবু বায়ান্ন প্রকাশের ডাকে করকাতায় ২০ জুন দারূণ কাটলো।
সুদেষ্ণা পেট খারাপ নিয়েও আপনার সমুচা, সন্দেশ খেতে ছাড়িনি, সেটা কি লক্ষ্য করেছেন। কথা দিয়েছিলাম, যাবো, গিয়েছি। কথা দিলাম, আবারও আসবো। তখন নিশ্চয় বায়ান্ন প্রকাশ আরো বড় ও বৃহৎ হবে। হয়তো বাহান্ন প্রকাশের উসিলাতে বাংলার লেখকরা এক হবে, দুই বাংলার লেখকদের জন্য নতুন আকাশ হবে!
কি হবে তো?
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩৯