1.কোন বিদ্দ্যুৎ বিল ছিলনা লিবিয়াতে। সব নাগরিকের জন্য এটা বিনামূল্য ছিল।
2.আইন অনুযায়ী লিবিয়ান নাগরিকদের কেউ ব্যাংক লোন নিলে তা ছিল সুদ মুক্ত।
3.প্রতিটি মানুষের নিজস্ব বাড়িঘর থাকা ছিল মৌলিক অধিকার।
4.প্রতোক নব নবদম্পতি ৫০০০০ ডলার সম মূল্লোর এপার্টমেন্ট পেত তাদের সংসার সুরু করার জন্য।
5.শিক্ষা এবং চিকিৎসা ছিল ফ্রি। গাদ্দাফির আগে যেখানে মাত্র ২৫% লোক ছিল শিক্ষিত, গাদ্দাফির সময় সেটা হয়েছিল ৮৩%।
6.যদি কোন লিবিয়ান কৃষিকে পেশা হিসেবে নিতে চাইতো তবে সরকারের পক্ষ থেকে তাকে জমি, ফার্ম হাউজ,বীজ থেকে শুরু করে সব ধরনের সহায়তা করা হত।
7.যদি কোন লিবিয়ান পড়ালেখা বা চিকিৎসার জন্য অন্য কোন দেশে যাওয়ার প্রয়োজন হত যেটা লিবিয়াতে সম্ভব না, তাহলে সরকারের পক্ষ থেকে তাকে ২৩০০ / মাসিক ডলার দেওয়া হত।
8.কোন লিবিয়ান গাড়ি কিনলে তাতে ৫০% পর্যন্ত ছাড় দেওয়ার নিয়ম ছিল
বাকি ৮টি দেখতে এখানে।।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৭