• যেহুতু ইউরোযোনের মুদ্রাস্ফীতি যথেষ্ট কমতেছে এতএব ecb থেকে হয়তো আরও কিছু নীতিমালা তারা শিথিল করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। তবে আমার মনে হয় রেট কাটের ব্যাপারে এখনই তারা কোন সিদ্ধান্ত নিবে না। তবে অদুর ভবিষ্যতে তারা QE purchases এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। তবে সেটাও এই বছর হয় কিনা সন্দেহ আছে।
• যেহুতু তাদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে এবং gdp ও কিছুটা বেড়েছে এবং ইউরোজোনে বেকার সমসস্যাটাও কিছুটা কমেছে আমার ধারনা সবকিছু মিলিয়ে তাদের যে বর্তমানে বেতন বৈষম্য আছে সেটাতে একটা ভালো সাপোর্ট দিবে। যদিও এখন পর্যন্ত ইউরোজোনের শ্রম বাজারের অবস্থার উপর মজুরি বাড়ানোর জন্য কোন চাপ নাই। কিন্তু মুদ্রাস্ফীতি যদি কোন কারনে বেড়ে যায় তবে ecb বেতন বাড়াবে তা না হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য eur তে ইন্টারফেয়ার করতে পারে।
• আমার কাছে সবচেয়ে যেটা বড় ইস্যু মনে হয় সেটা হলো eur যদি এই ধারা অব্যাহত রাখে তাহলে ecb হয়তো আরে রেট কাট করবে না। অলরেডি তারা ২.৫% কমাইছে এবং এটার ফলও তারা ভালো পেয়েছে। আমার মনে হয় আগামী এক বছরে তারা দ্বিপাক্ষিক বিনিময় হার কিছটা শিথিল করবে এবং eur এর উপর এখন পর্যন্ত যে চাপ আছে সেটা কাটিয়ে উঠবে।
বিস্তারিত.........
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৫